Live: কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা এবং ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে দেখা করতে দিক পাকিস্তান, রায় আন্তর্জাতিক আদালতের

আন্তর্জাতিক আদালত আজ ভারতের পক্ষে রায় দিল।

Advertisement

एबीपी माझा वेब टीम Last Updated: 17 Jul 2019 09:33 PM
কুলভূষণ যাদব মামলায় আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাল এনসিপি।

पार्श्वभूमी

দ্য হেগ: কুলভূষণ যাদব মামলায় ভারতের বড় কূটনৈতিক সাফল্য। আন্তর্জাতিক আদালত আজ ভারতের পক্ষে রায় দিল। আদালত জানিয়ে দিয়েছে, কুলভূষণের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা করতে হবে পাকিস্তানকে। নতুন করে এই মামলার বিচার করতে হবে। কুলভূষণের সঙ্গে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের দেখা করতে দিতে হবে। আন্তর্জাতিক আদালতের এই রায়ে মুখ পুড়ল পাকিস্তানের।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.