Live updates: এবার লোকসভাতেও পাস কাশ্মীর পুনর্গঠন বিল

রাজ্যসভার পর এবার লোকসভায় পেশ জম্মু কাশ্মীর পুনর্গঠন প্রস্তাব। আজও উত্তাল সংসদ। রাতারাতি সব আইন লঙ্ঘন করে রাজ্যভাগ করা হচ্ছে। নিয়ম না মেনে ভাগ করা হয়েছে জম্মু কাশ্মীর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে অভিযোগ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর। পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রশ্ন করেন, কোন নিয়ম ভাঙা হয়েছে উল্লেখ করুন।

एबीपी माझा वेब टीम Last Updated: 06 Aug 2019 07:30 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: রাজ্যসভার পর এবার লোকসভায় পেশ জম্মু কাশ্মীর পুনর্গঠন প্রস্তাব। আজও উত্তাল সংসদ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে  কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী অভিযোগ করেন, রাতারাতি সব আইন লঙ্ঘন করে...More

কাশ্মীর নিয়ে কংগ্রেসের মধ্যে আরও বিভাজন।কাশ্মীর পুনর্গঠন বিলকে সমর্থন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। কাশ্মীরের থেকে লাদাখকে ভাগ, কেন্দ্রকে সমর্থন সিন্ধিয়ার।
বললেন, ‘সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করলে আরও ভাল হত, সাংবিধানিক পদ্ধতি মেনে করলে কোনও প্রশ্ন উঠত না।দেশের স্বার্থে আমি একে সমর্থন করি’।কংগ্রেসে অস্বস্তি বাড়িয়ে এবার বিস্ফোরক সিন্ধিয়া।