এয়ারসেল-ম্যাক্সিস মামলায় চিদম্বরম, কার্তিকে আগাম জামিন দিল্লির আদালতের

ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইতিমধ্যেই আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 05 Sep 2019 06:18 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: এয়ারসেল-ম্যাক্সিস মামলায় দিল্লির আদালত আগাম জামিন দিল পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকে। ইউপিএ জমানার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ইতিমধ্যেই আইএনএক্স মিডিয়া মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন। বাবা-ছেলে, দুজনের বিরুদ্ধে এয়ারসেল...More

বিচারবিভাগীয় হেফাজতে আটক থাকাকালে যাতে তাঁর নিরাপত্তা অক্ষুন্ন থাকে, তিনি নিরাপদ বোধ করেন, সেজন্য নির্দেশ দিক আদালত। বিশেষ আদালত তাঁকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহড় জেলে পাঠানোর নির্দেশ দেওয়ার পরই দিল্লির আদালতে এই আবেদন পেশ করলেন চিদম্বরম। তাঁর আর্জি, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হোক জেল কর্তৃপক্ষকে। তাঁকে আলাদা সেল বরাদ্দ করতেও আবেদন জানিয়েছেন তিনি।