মহিলা সাংসদকে আজম খানের ‘আপত্তিকর’ মন্তব্য, ‘ক্ষমা চাইতে হবে, না হলে ব্যবস্থা’, সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত

एबीपी माझा वेब टीम Last Updated: 26 Jul 2019 06:48 PM

पार्श्वभूमी

 বিতর্কিত মন্তব্য করে এবার আরও একবার কাঠগড়ায় উত্তরপ্রদেশের রামপুরের সাংসদ আজম খান। ভোটের আগেও বিজেপির তারকা প্রার্থী জয়াপ্রদাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে নির্বাচন কমিশনের শাস্তির মুখে পড়েছিলেন আজম খান। ৯...More

ফের একবার বিতর্কে সমাজবাদী পার্টির সাংসদ আজম খান। লোকসভা চলাকালীন স্পিকারের আসনে বসে থাকা বিহারের সাংসদ রমা দেবীকে উদ্দেশ্য করে এমন কিছু মন্তব্য করেন আজম খান, যা নিয়ে সংসদেই হৈ-হট্টগোল বেঁধে যায়। রমা দেবীকে করা ‘আপত্তিকর’ মন্তব্য ফিরিয়ে নেওয়ার জন্য ট্রেজারি বেঞ্চ থেকে চিৎকার করতে থাকেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজম খানের বক্তব্যের জন্য তাঁকে ক্ষমাও চাইতে বলেন। এসপি সাংসদের মন্তব্যের ঘোরতর বিরোধিতা করেন সংসদের অন্যান্য মহিলা সাংসদরাও। যদিও এই ইস্যুতে দলীয় সাংসদের পাশেই দাঁড়িয়েছেন এসপি সুপ্রিমো তথা সাংসদ অখিলেশ যাদব। আজম খানের বক্তব্যে আপত্তিকর কোনও বিষয় ছিল না বলেই সংসদে বক্তব্য রেখেছেন মুলায়ম পুত্র।