LIVE UPDATE: '৯/১১ হোক বা ২৬/১১, মূল চক্রীকে একই দেশে পাওয়া যায়', নাম না করে পাকিস্তানকে নিশানা মোদির, 'সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ করব,' হিউস্টনে বললেন ট্রাম্প

আজ ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের জন্য মার্কিন মুলুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিউস্টনে পৌঁছানো ইস্তক তাঁর অনেক কর্মসূচী, অনেক ব্যস্ততা। প্রাদেশিক নাচের আবহে প্রধানমন্ত্রীর সামনে ছোট্ট গুজরাতকেই হাজির করতে চান হিউস্টনের ভারতীয়রা

एबीपी माझा वेब टीम Last Updated: 23 Sep 2019 12:21 AM
‘৭০ বছর পর ৩৭০ ধারা বিলোপ করেছে সরকার। মানুষ সমানাধিকার থেকে বঞ্চিত হচ্ছিল। সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিচ্ছিল। এবার জম্মু-কাশ্মীর ও লাদাখবাসীকে সমানাধিকার। ভারত এত কিছু করছে, তাতে অনেকের সমস্যা। তারা নিজেদের দেশকেই সামলাতে পারছে না। ভারত বিদ্বেষ থেকেই শুধু সন্ত্রাসে মদত। ৯/১১ বা ২৬/১১, মূল চক্রীকে কোথায় পাওয়া যায়। সেই দেশকে গোটা বিশ্ব জানে। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে প্রথম সারিতে ট্রাম্প। সন্ত্রাসবাদ মোকাবিলায় ট্রাম্পের মনোভাবকে সাধুবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে নির্ণায়ক লড়াই হবে। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আমাদের সঙ্গী ট্রাম্প,' হিউস্টনে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘আমরা নিজেরা নিজেদেরই চ্যালেঞ্জ করছি। দেশবাসীর সমর্থনেই ফের দেশে বিজেপি সরকার। ২০১৯ সালের ভোট অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। এবারের ভোটে সবচেয়ে বেশি মহিলা প্রতিনিধি নির্বাচিত। নিউ ইন্ডিয়ার স্লোগান হল উন্নয়ন। ডেটা এখন জ্বালানির থেকেও গুরুত্বপূর্ণ। বিশ্বে সবচেয়ে সস্তায় ইন্টারনেট মেলে। নানাভাবে ডিজিটাল ইন্ডিয়ার সুফল পাচ্ছেন ভারতীয়রা। এখন ২৪ ঘণ্টায় নতুন কোম্পানির রেজিস্ট্রেশন। বহু পুরনো আইনকে বিদায় জানিয়েছে ভারত। দেশবাসীকে করের জাল থেকে মুক্ত করেছে সরকার। সব স্তর থেকে দুর্নীতিকে বিদায় জানানোর প্রক্রিয়া চলছে। বহু সন্দেহজনক কোম্পানির বিদায় হয়েছে,' হিউস্টনে 'হাউডি মোদি' বক্তৃতায় বললেন নরেন্দ্র মোদি।
‘আজ নতুন ইতিহাস ও রসায়ন তৈরি হল। ভারতের সব ভাল, সবাই ভাল আছে। আমি ১৩০ কোটি মানুষের প্রতিনিধি। বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের বৈশিষ্ট্য। সবাইকে নিয়ে চলাই ভারতের গণতন্ত্রের বৈশিষ্ট্য। ভারতের সবচেয়ে চর্চিত শব্দ, সবকা সাথ, সবকা বিকাশ। আমরা নিজেরা নিজেদের চ্যালেঞ্জ করি,' বক্তব্য রাখতে গিয়ে বললেন নরেন্দ্র মোদি।
‘মোদির সঙ্গে কাজ করতে চাই। মোদি ডাকলেই ভারতে যাব। প্রতিরক্ষাক্ষেত্রেও ভারতের সঙ্গে সুসম্পর্ক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে কাজ। মহাকাশেও আমরা একসঙ্গে কাজ করব। অনুপ্রবেশ দু’দেশের কাছেই সমস্যার। সীমান্ত সুরক্ষা দু’দেশের জন্যই গুরুত্বপূর্ণ। মানবতার জন্য ভারত-আমেরিকা জোট বেঁধে লড়াই। মার্কিন অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ভারত,' হিউস্টনে বক্তৃতা রাখতে গিয়ে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘৩০ কোটি গরিবের ক্ষমতায়ণ ঘটিয়েছেন মোদি। মোদির নেতৃত্বে ভারতের শক্তিবৃদ্ধি হয়েছে। আপনাদের জন্য আমাদের সরকার লাগাতার কাজ করছে,' বললেন ডোনাল্ড ট্রাম্প।
‘আপনাদের জন্য আমার সরকার লাগাতার কাজ করছে। হোয়াইট হাউসের প্রকৃত বন্ধু ভারত। আমেরিকা সবসময় ভারতের পাশে আছে। মোদি নেতৃত্বাধীন এক শক্তিশালী গণতন্ত্রকে দেখছে বিশ্ব। ভারত-আমেরিকার সম্পর্ক অত্যন্ত দৃঢ়,' হিউস্টনে বক্তব্য রাখতে গিয়ে বললেন ট্রাম্প।
'মোদি সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। এই অনুষ্ঠানে এসে আমি ভীষণ খুশি। সকলকে ধন্যবাদ। ভারতে কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদিকে বিরাট ব্যবধানে জিতিয়ে এনেছেন মানুষ। আপনাকে অভিনন্দন মোদিজী। সপ্তাহের শুরুতে আপনার জন্মদিন ছিল। তাঁর শুভেচ্ছা নেবেন। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমি পাশে থাকব,' বক্তব্য রাখতে গিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প।
'আমাদের সঙ্গে রয়েছেন এক বিশেষ ব্যক্তি। তাঁর কোনও আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। গ্রহের সকলেই তাঁকে চেনেন। বিশ্বে যে কোনও রাজনৈতিক আলোচনায় তাঁর কথা আসে। আমাদের ভীষণ পরিচিত তিনি, যিনি সিইও থেকে কম্যান্ডার ইন চিফ হয়েছেন। এই মঞ্চে তাঁকে স্বাগত জানাতে পেরে আমি গর্বিত। যখনই ওঁর সঙ্গে দেখা হয়, ওঁর ব্যবহারের উষ্ণতা, ওঁর প্রাণচঞ্চলতা আমাকে স্পর্শ করেছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।' এভাবেই মার্কিন প্রেসিডেন্টকে হিউস্টনের 'হাউডি মোদি' অনুষ্ঠানে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
হিউস্টনে এনআরজি স্টেডিয়ামের মঞ্চে নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যেই বক্তব্য পেশ করবেন তিনি।
হিউস্টনে 'হাউডি মোদি' অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে টুইট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিখলেন, 'বন্ধুর সঙ্গে দেখা করতে হিউস্টনে যাচ্ছি। টেক্সাসে দারুণ একটা দিন কাটবে।' আর একটি টুইটে তিনি লিখেছেন, 'হিউস্টনের ভারতপ্রেমী মানুষের সঙ্গে দেখা করতে মুখিয়ে রয়েছি।'

पार्श्वभूमी

হিউস্টন: শুরু হল বহুপ্রতীক্ষিত 'হাউডি মোদি' অনুষ্ঠান। আমেরিকায় সফরকারী রাষ্ট্রনায়কদের মধ্যে সবচেয়ে বড় জমায়েতের সামনে আজ বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে হাজির থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন দুই রাষ্ট্রনায়ক।

শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মোদিকে স্বাগত জানানোর পালা চলছে। হিউস্টনের এনআরজি স্টেডিয়াম মুখরিত 'ভারত মাতা কী জয়' ধ্বনিতে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.