Live Updates: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর 'আশ্বস্ত', কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা

এর আগে আজ সকালে জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য তাঁদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি, এনিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

एबीपी माझा वेब टीम Last Updated: 17 Jun 2019 08:51 PM
কাটল অচলাবস্থা। কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আশ্বস্ত বলে জানিয়ে তাঁরা এই সিদ্ধান্ত নিলেন। এক সপ্তাহ বাদে কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আজ থেকেই স্বাভাবিক চিকিত্সা পরিষেবা ফের শুরু করছেন তাঁরা। রাতে এনআরএসে ফিরে সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন তাঁরা।
৫০ জন লোক যদি ডাক্তারকে আক্রমণ করে, তাহলে ৫জন পুলিশ কী করবে? ব্যবস্থা না নিলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, মুখ্যমন্ত্রীকে বলল প্রতিনিধিদল। আমি এনআরএসের ঘটনায় পুলিশকে সাসপেন্ড করেছি, জানালেন মুখ্যমন্ত্রী।
হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষীরা অবস্থা সামলাতে পারে না। বন্দুকধারী পুলিশ থাকা উচিত, বলল প্রতিনিধিদল। তোমরা ভালো কথা বলেছ, জনজাগরণ চাই, বললেন মুখ্যমন্ত্রী।
হাসপাতালে সমস্যা এলে রাজনৈতিক নেতারা নাক গলান। সব দলের নেতারা নাক গলান। রাজ্যের সমস্ত হাসপাতালে একই অবস্থা, মুখ্যমন্ত্রীকে বললেন প্রতিনিধিদল। এটা সত্যি ঘটনা, এরকম হওয়া উচিত নয়, পাল্টা বললেন মুখ্যমন্ত্রী।
এনআরএসে পুলিশ ছিল তো, পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বললেন মুখ্যমন্ত্রী।
এনআরএসে রোগীমৃত্যুর পর হুমকি দেয় রোগীর পরিবার। আমাদের বলে, একটু পরেই আসছি। যা বলল, তাই করে দেখাল, মুখ্যমন্ত্রীকে বললেন প্রতিনিধিদল।
গ্রিভান্স সেলে বাংলা, ইংরাজি, হিন্দিতে লেখা থাকুক, যাতে মানুষ বুঝতে পারে। বেসরকারি হাসপাতালের জন্য ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইন আছে, বললেন মুখ্যমন্ত্রী।
এক একটি হাসপাতালে একটি বেডে পাঁচজন রোগী। সরকারি হাসপাতালে একট গ্রিভান্স সেল থাকুক, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের।
হাসপাতাল ও পুলিশের মধ্যে সমন্বয়ের জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। রোগীমৃত্যু হলে পরিবারের সঙ্গে যথাযোগ্য সমন্বয় রাখুন, বললেন স্বাস্থ্য সচিব
হাসপাতাল ও পুলিশের মধ্যে সমন্বয়ের জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। রোগীমৃত্যু হলে পরিবারের সঙ্গে যথাযোগ্য সমন্বয় রাখুন, বললেন স্বাস্থ্য সচিব
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলে বহিরাগতদের ঢোকা রুখতে ব্যবস্থা। হাসপাতালে নিরাপত্তার সমন্বয়ের জন্য নোডাল অফিসার, বললেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
বহিরাগতদের ঢোকা আটকাতে ইমার্জেন্সির সামনে কোলাপসিবল গেট বসানো হতে পারে। সবকিছু পিডব্লুডি করলে সময় লাগতে পারে। তাড়াতাড়ির জন্য তোমরাও গেট লাগাতে পারো। যখন রোগীর মৃত্যু হয়, তখন সমন্বয়ের অভাব হয়। রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য তৃতীয় কোনও ব্যক্তি থাকলে ভাল হয়। এনআরএসে নিরাপত্তা বাড়ানো হয়েছে, মোতায়েন রয়েছে ১৩৫ জন। জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলকে বললেন মুখ্যমন্ত্রী।
একটি নিন্দনীয় ঘটনা ঘটেছে, সকলের কাছে বার্তা যাওয়া উচিত। ডাক্তারদের গায়ে হাত তোলা, কিছু মানুষের স্পর্ধায় পরিণত হয়েছে। এমন শাস্তি দেওয়া হোক, যাতে সবার কাছে বার্তা যায়। আপনি আমাদের অভিভাবক। আপনি ব্যস্ত, যদি সম্ভব হয় তাহলে একবার আহত পরিবহকে দেখতে যান। আপনার সদিচ্ছার কোনও অভাব নেই। আমাদের আশা আপনি ব্যবস্থা নেবেন। আমরা ১২ দফা প্রস্তাব নিয়ে এসেছি, মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধির।
ডাক্তার নিগ্রহকাণ্ডে সরকার ব্যবস্থা নিয়েছে। নিগ্রহের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তার নিগ্রহকাণ্ডে তদন্ত চলছে। ডাক্তারদের কারও বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি। কোথায় কী ঘাটতি, দেখে নিচ্ছি, বললেন স্বাস্থ্য সচিব রাজীব সিনহা।
অনিচ্ছাসত্বেও বাধ্য হয়েই আন্দোলন করতে হয়েছে। আমাদের ভয়ের সঙ্গে কাজ করতে হচ্ছে, অনেক সময় আক্রান্ত হতে হচ্ছে। বহুবার চেষ্টা করেছি আপনার কাছে বার্তা পৌঁছে দিতে। আমরা দ্রুত কাজে ফিরতে চাই। আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি। সাধারণ মানুষ অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু আমরা নিরুপায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বললেন জুনিয়র ডাক্তার।
সংবাদ মাধ্যমে লাইভ কভারেজ হলে তবেই বৈঠক, নবান্নে যাওয়ার আগে জানালেন আন্দোলনরত চিকিৎসকরা

पार्श्वभूमी

কলকাতা: নবান্নের বৈঠকে লাইভ কভারেজের বিষয়ে সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ জন প্রতিনিধি ছাড়াও আরও ৩-৪ জনকে বৈঠকে থাকার অনুমতি মুখ্যমন্ত্রীর। চিঠি দিয়ে জানালেন এনআরএসের অধ্যক্ষ। যদিও সংবাদমাধ্যমের উপস্থিতিতেই লাইভ কভারেজের দাবিতে অনড় আন্দোলরত জুনিয়র ডাক্তাররা। সংবাদ মাধ্যম থাকবে না, তবে লাইভ কভারেজের চেষ্টা করা হচ্ছে বলে আগেই জানান স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র।

এর আগে আজ সকালে জুনিয়র ডাক্তাররা দাবি করেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার জন্য তাঁদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি, এনিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আজ দুপুর ৩টে নাগাদ নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। উপস্থিত থাকার কথা ১৪টি মেডিক্যাল কলেজের ২৮ জন প্রতিনিধির। গতকাল আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে লেখা চিঠিতে জানানো হয়, তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চান। বৈঠকের সময় এবং স্থান নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর সিদ্ধান্ত নেবে বলে চিঠিতে জানানো হয়। পাশাপাশি, জুনিয়র ডাক্তাররা দাবি করেন, এই বৈঠক হোক ক্যামেরার সামনে। যা মানতে নারাজ স্বাস্থ্য দফতর। বৈঠকের ভিডিওগ্রাফি করার অনুমতি চেয়ে প্রস্তাব পেশ করেন জুনিয়র ডাক্তাররা।

সূত্রের খবর, বৈঠকে বেশ কিছু প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর মধ্যে আহত পরিবহ মুখোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর হাসপাতালে দেখতে যাওয়া, ঘটনার নিন্দা করে কড়া বিবৃতি, হামলার ঘটনায় অভিযুক্তদের নাম-পরিচয় ও কোন ধারায় গ্রেফতার করা হয়েছে, তা সর্বসমক্ষে জানানো, ঘটনার দিন পুলিশ কর্মীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা সম্পর্কে বিচারবিভাগীয় তদন্ত, রাজ্য জুড়ে চিকিত্সক ও ডাক্তারি পড়ুয়াদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিঃশর্তে প্রত্যাহার, রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে সশস্ত্র বাহিনী মোতায়েন করার মতো বিষয়গুলি রয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.