Live updates: কাশ্মীরে ফের খুলল স্কুল, হাজির শিক্ষকরা, পড়ুয়া সংখ্যা কম, দিল্লিতে অমিত-ডোভাল বৈঠক, কাশ্মীরে বন্দি নেতানেত্রীদের মুক্তি চেয়ে বৃহস্পতিবার যন্তরমন্তরে ধরনা ডিএমকে-র

১৯০টি প্রাইমারি স্কুল খোলার জন্য প্রশাসন প্রয়োজনীয় বন্দোবস্ত করেছে। অনেক স্কুলেই হাজির হন শিক্ষকরাও। কিন্তু বেশি সংখ্যক পড়ুয়ার দেখা মেলেনি। সরকারি স্কুল খুললেও শ্রীনগরে সব বেসরকারি স্কুল আজও বন্ধ রয়েছে, আজ নিয়ে একটানা ১৫ দিন।

एबीपी माझा वेब टीम Last Updated: 19 Aug 2019 07:24 PM

पार्श्वभूमी

শ্রীনগর: কাশ্মীরে পূর্বঘোষণা মতোই সোমবার খুলে গেল বেশিরভাগ সরকারি স্কুল। আরও বেশ কিছু বিধিনিষেধ আজ শিথিল হয়েছে। নিরাপত্তাবাহিনী পাহারায় মোতায়েন রয়েছে কাশ্মীর উপত্যকার বেশিরভাগ জায়গায়। ১৯০টি প্রাইমারি স্কুল খোলার জন্য...More