মহাবলীপুরমে চিনা প্রেসিডেন্টকে দেশের ভাস্কর্য্য ঘুরিয়ে দেখালেন প্রধানমন্ত্রী, কাল বৈঠক
শি জিনপিংকে নিয়ে মোদি যান মহাবলীপুরমের শোর মন্দিরে।
एबीपी माझा वेब टीम
Last Updated:
11 Oct 2019 08:45 PM
ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাঁর সঙ্গে ভারত পরিভ্রমণে এলেন চিনা বিদেশমন্ত্রী ওয়াং শি সহ সেদেশের শাসকদলের আরও অনেক পলিটব্যুরো সদস্য। তামিলনাড়ুতে চিনা রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল ও মুখ্যমন্ত্রী পালানিস্বামী। এদিকে চিনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের উদ্দেশে তামিলনাড়ুতে পৌঁছেছেন নরেন্দ্র মোদিও। শুক্রবার এই দুই রাষ্ট্রনেতাকেই স্বাগত জানায় তামিল সরকার।
আজ রাতে নৈশভোজের পর কাল বৈঠকে বসবেন শি জিনপিং এবং নরেন্দ্র মোদি। মূলত, দুই দেশের মধ্যে পারষ্পরিক সম্পর্ক মজবুত করা এবং বাণিজ্যকে মাথায় রেখেই এই বৈঠক হওয়ার কথা।
গত বছর এপ্রিলে নরেন্দ্র মোদি যখন চিনে গিয়েছিলেন সেখানেই ‘ইনফর্মাল সামিট’-এর আয়োজন করেন শি জিনপিংরা। প্রথম সামিট হয় এপ্রিলের ২৭ ও ২৮ তারিখ। বছর ঘুরে এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসেই চিনা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। ভারত ও চিন, উভয় দেশই এই সাক্ষাৎকে দ্বিতীয় সামিট বলে আখ্যায়িত করেছে। চিনা প্রেসিডেন্টের এবারের ভারত সফরে কোনও মৌ স্বাক্ষর হবে না বলেও জানা যাচ্ছে।
গত বছর এপ্রিলে নরেন্দ্র মোদি যখন চিনে গিয়েছিলেন সেখানেই ‘ইনফর্মাল সামিট’-এর আয়োজন করেন শি জিনপিংরা। প্রথম সামিট হয় এপ্রিলের ২৭ ও ২৮ তারিখ। বছর ঘুরে এবার দ্বিতীয়বার ক্ষমতায় এসেই চিনা রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি। ভারত ও চিন, উভয় দেশই এই সাক্ষাৎকে দ্বিতীয় সামিট বলে আখ্যায়িত করেছে। চিনা প্রেসিডেন্টের এবারের ভারত সফরে কোনও মৌ স্বাক্ষর হবে না বলেও জানা যাচ্ছে।
শি জিনপিং-কে স্বাগত জানাতে রাস্তায় সারিবদ্ধভাবে ছিলেন একাধিক শিল্পীরা। ‘অতিথি দেব ভবঃ’, ভারতীয় সংস্কৃতির এই মন্ত্রই চিনা প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হয়। ভারতীয় সংস্কৃতির এই উষ্ণ অভ্যর্থনায় অভিভূত শি জিনপিং।
শি জিনপিং-কে স্বাগত জানাতে রাস্তায় সারিবদ্ধভাবে ছিলেন একাধিক শিল্পীরা। ‘অতিথি দেব ভবঃ’, ভারতীয় সংস্কৃতির এই মন্ত্রই চিনা প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হয়। ভারতীয় সংস্কৃতির এই উষ্ণ অভ্যর্থনায় অভিভূত শি জিনপিং।
শি জিনপিং-কে স্বাগত জানাতে রাস্তায় সারিবদ্ধভাবে ছিলেন একাধিক শিল্পীরা। ‘অতিথি দেব ভবঃ’, ভারতীয় সংস্কৃতির এই মন্ত্রই চিনা প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হয়। ভারতীয় সংস্কৃতির এই উষ্ণ অভ্যর্থনায় অভিভূত শি জিনপিং।
শি জিনপিং-কে স্বাগত জানাতে রাস্তায় সারিবদ্ধভাবে ছিলেন একাধিক শিল্পীরা। ‘অতিথি দেব ভবঃ’, ভারতীয় সংস্কৃতির এই মন্ত্রই চিনা প্রেসিডেন্টের সামনে তুলে ধরা হয়। ভারতীয় সংস্কৃতির এই উষ্ণ অভ্যর্থনায় অভিভূত শি জিনপিং।
শনিবার শি জিনপিংয়কে স্বাগত জানাতে একেবারে তামিল পোশাক পরিহিত হয়ে হাজির হন মোদি। তামিল সংস্কৃতির ট্রেডমার্ক পোশাক ‘ভেশটি’ (ধুতি) ও ‘অঙ্গবস্ত্র’ (শাল) দেখা যায় তাঁকে। এরপরই শি-কে নিয়ে ভারতের সংস্কৃতি পরিদর্শনে বেরিয়ে পড়েন তিনি।
पार्श्वभूमी
নরেন্দ্র মোদি ও শি জিনপিং পরিদর্শন করেন রামায়ণ ও মহাভারতের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থান। তার মধ্যে রয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্মানে সম্মানিত তামিলনাড়ুর দর্শনীয় স্থানও। শি জিনপিংকে নিয়ে মোদি যান মহাবলীপুরমের শোর মন্দিরেও। সেখানে তাঁর সামনে কথাকলি, ভরতনাট্যমের নৃত্যানুষ্ঠানও প্রদর্শন করা হয়। ওই অনুষ্ঠানেই শি জিনপিং উপভোগ করেন কর্ণাটকের সঙ্গীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -