সমঝোতার পর এবার থর এক্সপ্রেসও বন্ধ করছে পাকিস্তান

বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসকে ওয়াগা সীমান্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আটকে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বিপাকে পড়েন যাত্রীরা।

एबीपी माझा वेब टीम Last Updated: 09 Aug 2019 04:53 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: সমঝোতা এক্সপ্রেসের পর এবার থর এক্সপ্রেসও বন্ধ করছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পদক্ষেপ ঘিরে ভারত, পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ চড়ছে ক্রমশঃ। গতকাল দিল্লি ও লাহোরের মধ্যে সংযোগের সেতু সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দেয় পাকিস্তান। সংবাদ সংস্থা রয়টার্স পাক রেলমন্ত্রী শেখ আহমেদ রশিদকে উদ্ধৃত করে বলেছে, আমরা থর এক্সপ্রেসও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি যতক্ষণ রেলমন্ত্রী আছি, কোনও ট্রেন চলবে না ভারত, পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের খোকরাপার ও ভারতের মুনাবাওয়ের মধ্যে সাপ্তাহিক ট্রেনটিই ছিল দুদেশের মধ্যে রেলপথে সংযোগ রক্ষার শেষ মাধ্যম। ট্রেনটি ভারতে যোধপুর থেকে মুনাবাও আর পাকিস্তানে খোকরাপার থেকে করাচি পর্যন্ত যায়।
বৃহস্পতিবার সমঝোতা এক্সপ্রেসকে ওয়াগা সীমান্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আটকে দেয় পাকিস্তানি কর্তৃপক্ষ। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে ট্রেনটি। বিপাকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ভারতীয় রেলকর্তারা ক্রু, রক্ষী পাঠিয়ে সেটিকে আত্তারিতে নিয়ে আসেন। ৪৮ পাকিস্তানি সহ ১১৭ জন যাত্রী ছিলেন ট্রেনে। চলতি নিয়মকানুন মেনে শেষ পর্যন্ত সেখান থেকে ট্রেনটি রওনা দেয় দেরিতে। নির্ধারিত সময়ের সাড়ে চার ঘন্টা বাদে আজ সকাল ৮টা ৫ মিনিটে সমঝোতা পৌঁছয় ওল্ড দিল্লি স্টেশনে।
গতকাল সমঝোতা এক্সপ্রেসের ভবিষ্যত নিয়ে টানাপড়েন, অনিশ্চয়তা চলে। পাক রেলমন্ত্রী ইসলামাবাদে মিডিয়াকে জানান, পাকিস্তান সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে। ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা রদ করে বাতিল করায় বৃহস্পতিবার পাকিস্তান দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার রাস্তায় হেঁটে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কার করে নয়াদিল্লি থেকে নিজেদের প্রতিনিধিকে দেশে তলব করে। পরদিনই সমঝোতা বন্ধের ঘোষণা করা হয়। যদিও ভারতীয় রেলকর্তারা সমঝোতা পরিষেবা বন্ধ হওয়ার কথা অস্বীকার করে জানান, পাকিস্তান থেকে কিছুই তাঁদের জানানো হয়নি এ ব্যাপারে।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.