LIVE UPDATE: যাদবপুর কাণ্ড: আজ ফের মুখ খুলতে পারেন রাজ্যপাল

গতকালের ঘটনা নিয়ে আজ ফের মুখ খুলতে পারেন রাজ্যপাল।

एबीपी माझा वेब टीम Last Updated: 20 Sep 2019 11:16 AM
যাদবপুর কাণ্ডের আঁচ পৌঁছল দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা দিলীপ ঘোষের। অমিত শাহকে চিঠিও পাঠিয়েছেন তিনি। সূত্রের খবর, চিঠিতে দিলীপ ঘোষ লিখেছেন যে কাজ পুলিশের করা উচিত ছিল সেই কাজ রাজ্যপালকে করতে হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে উদ্ধার করতে হচ্ছে রাজ্যপালকে। এর থেকে লজ্জার আর কী আছে? অমিত শাহকে পাঠানো চিঠিতে বিজেপি রাজ্য সভাপতি লিখেছেন বলে সূত্রের খবর

पार्श्वभूमी

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে মারধরের ঘটনায় আজ আরও চরমে উঠতে পারে নবান্ন-রাজভবন সংঘাত। সূত্রের খবর, গতকালের ঘটনা নিয়ে আজ ফের মুখ খুলতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকর। ফলে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল ও রাজ্যপাল-উপাচার্যের মধ্যে সংঘাত আরও চরম হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল এবিভিপির তাণ্ডবের প্রতিবাদে বিকেলে ক্যাম্পাসে মিছিল করবেন ৩ শাখার পড়ুয়ারা। পাল্টা গাঁধী মূর্তি থেকে মিছিল করবে এবিভিপি। পাশাপাশি মিছিল করে থানায় যাবে বিজেপিও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.