LIVE UPDATE: ২৬ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে চিদম্বরম, রায় আদালতের

Advertisement

বুধবার রাতে আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার হলেন পি চিদম্বরম। কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠক করে বাড়িতে যাওয়ার পরই সেখান থেকে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। রাতে সদর দফতরে নিয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

एबीपी माझा वेब टीम Last Updated: 22 Aug 2019 07:47 PM
সিবিআই আদালতের বিচারকের মতে, চিদম্বরমের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুতর এবং বিশদ তদন্ত প্রয়োজন।
Continues below advertisement
পি চিদম্বরমের বিরুদ্ধে ২০০৭-০৮ ও ২০০৮-০৯-এ টাকা নেওয়ার নির্দিষ্ট অভিযোগ রয়েছে, জানাল দিল্লির সিবিআই আদালত।

पार्श्वभूमी

নয়াদিল্লি: ৩১ ঘণ্টার টানটান নাটকে যবনিকা। বুধবার রাতে আইএনএক্স মিডিয়া মামলায় গ্রেফতার হলেন পি চিদম্বরম। কংগ্রেস সদর দফতরে সাংবাদিক বৈঠক করে বাড়িতে যাওয়ার পরই সেখান থেকে তাঁকে হেফাজতে নেয় সিবিআই। রাতে সদর দফতরে নিয়ে গিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
আইএনএক্স মামলার তদন্তে মঙ্গলবার দুপুর থেকে পি চিদম্বরমের খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই-ইডি! কিন্তু, দফায় দফায় বাড়িতে গিয়েও পি চিদম্বরমকে খুঁজে পাননি দুঁদে গোয়েন্দারা। এই প্রেক্ষিতে জল্পনার পারদ যখন চড়ছে, তখন সকলকে চমকে দিয়ে বুধবার সন্ধেয় কংগ্রেসের সদর দফতরে হাজির হন পি চিদম্বরম। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সাংবাদিক বৈঠকে এসে বিবৃতি দেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশে আহমেদ পটেল, গুলাম নবি আজাদ, রাজীব শুক্ল। এদিন সাংবাদিকদের তরফে কোনও প্রশ্ন নেননি চিদম্বরম। বলেন, সারা রাত ধরে তিনি আইনজীবীদের সঙ্গে বসে নথি তৈরি করেছেন। জানান, আইনজীবীদের সঙ্গেই ছিলেন। সাংবাদিক বৈঠকে তাঁর স্পষ্ট দাবি, আইএনএক্স মামলায় তিনি অভিযুক্ত নন। তাই পালানোর প্রশ্নই ওঠে না।
সেখান থেকে চিদম্বরম ফেরেন নিজের জোড়বাগের বাড়িতে। বাড়ি ফেরার পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যান সিবিআই কর্তারা। পরে ইডি। দরজা বন্ধ দেখে পাঁচিল টপকে ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা। তারপরই হেফাজতে নেওয়া হয় তাঁকে। বাড়িতেই ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদের পর রাত পৌনে দশটা নাগাদ চিদম্বরমকে নিয়ে সদর দফতরের উদ্দেশে রওনা দেয় সিবিআই।
বৃহস্পতিবার পি চিদম্বরমকে সিবিআই আদালতে তোলা হবে। সেখানেই মেডিক্যাল টেস্ট হয় বলে খবর সূত্রের।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.