Live updates: ৩৭০ ধারা রদের জের: ১৫ আগস্ট ‘কালা দিবস’ পালনের সিদ্ধান্ত পাকিস্তানের, ভারতের সমস্ত বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করার বার্তা
বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া, ব্যবস্থা’ খতিয়ে দেখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এনএসসি-র বৈঠকে।
एबीपी माझा वेब टीम Last Updated: 07 Aug 2019 11:45 PM
पार्श्वभूमी
ইসলামাবাদ: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাল্টা বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা পাকিস্তানের। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক...More
ইসলামাবাদ: ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাল্টা বুধবার ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা পাকিস্তানের। পাশাপাশি ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের স্তর নামিয়ে আনার সিদ্ধান্তও নিল তারা। ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভেঙে দেওয়ার পথেই পাকিস্তান এগোচ্ছে বলে খবর। ইসলামাবাদে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের পৌরহিত্যে ন্যাশনাল সিকিউরিটি কমিটি (এনএসসি)-র গুরুত্বপূর্ণ বৈঠকে গৃহীত হয়েছে এই কঠিন সিদ্ধান্ত। বুধবারের বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ সামরিক, অসামরিক নেতৃত্ব। পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিবৃতি দিয়ে জানানো হয় এই সিদ্ধান্তের কথা। বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি নিরাপত্তা পরিষদ সহ রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া, ব্যবস্থা’ খতিয়ে দেখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এনএসসি-র বৈঠকে। ভারত সরকার গত সোমবার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার রক্ষাকবচ হিসাবে বহু বছর থেকে চালু থাকা ৩৭০ ধারা রদ করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি গোটা রাজ্যকে জম্মু ও কাশ্মীর ও লাদাখ, দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। পাকিস্তানের দাবি, নয়াদিল্লির এহেন ‘একতরফা’, ‘বেআইনি’ পদক্ষেপের জবাবেই তারা এই পথে হাঁটছে। আজ ইমরানের সভাপতিত্বে বৈঠকে ভারত সরকারের ‘একপেশে, অবৈধ কাজকর্মে’র ফলে উদ্ভূত জম্মু ও কাশ্মীরের ভিতরের ও নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আলোচনা হয়। সেখানেই ঠিক হয়, দুদেশের কূটনৈতিক সম্পর্কের স্তর লঘু করা হবে, পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বন্ধ রাখা হবে। ভারতের সঙ্গে যাবতীয় ‘দ্বিপাক্ষিক বোঝাপড়া’ও রিভিউ করা হবে। পাশাপাশি ভারতের স্বাধীনতা দিবস অর্থাত্ ১৫ আগস্ট দিনটিকেও কালা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের এনএসসি। পাক নেতৃত্ব জানিয়েছে, এবারের ১৪ আগস্ট অর্থাত্ পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন কাশ্মীরীদের সঙ্গে সহমর্মিতা পালন করা হবে। ভারত বরাবর বলে আসছে, জম্মু ও কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ করা এবং তার পরবর্তী উত্তেজনা ঘিরে এবার দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করা হল। যে সংস্থা দেশের সমস্ত বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে, সেই বিসিএএস সমস্ত রাজ্য সরকারকে নির্দেশিকা জারি করে সব বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করতে বলেছে।