LIVE UPDATE: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য

আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার সকাল ১১টা অবধি প্রাক্তন বিদেশমন্ত্রীর দেহ তাঁর বাসভবনে শায়িত থাকবে। তারপর দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি হেড কোয়ার্টারে নিয়ে যাওয়া হবে সুষমার মরদেহ।

एबीपी माझा वेब टीम Last Updated: 07 Aug 2019 05:54 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সুষমা স্বরাজের শেষকৃত্য সম্পন্ন হবে। বুধবার সকাল ১১টা অবধি প্রাক্তন বিদেশমন্ত্রীর দেহ তাঁর বাসভবনে শায়িত থাকবে। তারপর দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপি হেড কোয়ার্টারে নিয়ে...More

সুষমা স্বরাজের শেষকৃত্য করেন মেয়ে বাঁশুরী