এস-৪০০: জাতীয় স্বার্থ মাথায় রেখেই সিদ্ধান্ত নেবে ভারত, মার্কিন চাপের মুখে পম্পিওকে জয়শঙ্কর

আগামী ২৮-২৯ জুন জাপানের ওসাকায় জি-২০ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। তার আগে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল।

एबीपी माझा वेब टीम Last Updated: 26 Jun 2019 05:07 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি ও ওয়াশিংটন: দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে ভারতে এলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পিও। লোকসভা নির্বাচনের পর এই প্রথম কোনও দেশ থেকে এত উচ্চ পর্যায়ের প্রতিনিধি এলেন ভারতে।আগামী ২৮-২৯ জুন জাপানের...More