আজকের মতো বন্ধ খেলা, ফের শুরু হবে বুধবার

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল নিউজিল্যান্ড। ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন যুজবেন্দ্র চাহল।

एबीपी माझा वेब टीम Last Updated: 09 Jul 2019 11:28 PM

पार्श्वभूमी

 ম্যাঞ্চেস্টার:  বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং নিল নিউজিল্যান্ড।ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন যুজবেন্দ্র চাহল।নিউজিল্যান্ড দলে টিম সাউদির জায়গায় দলে এসেছেন লকি ফার্গুসন। ...More

১৯৯৯ বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টির জন্য নির্ধারিত দিনে বন্ধ হয়ে যাওয়ার পর রিজার্ভ ডে-তে ফের খেলা শুরু হয়। সেবারও ম্যাচ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই পরের দিন শুরু হয়েছিল। ২০ বছর পর ইংল্যান্ডেই বিশ্বকাপে একই পরিস্থিতি তৈরি হল। এবারও এই ম্যাচ খেলছে ভারত। সেবার জিতেছিল ভারত। এবারও সেই ফলেরই আশায় ভারতের সমর্থকরা।