LIVE UPDATE: যাদবপুর: সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা করবেন, জানালেন বাবুল
সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন, এমনকী তাঁর ঘরেও যেতে বলেন।
एबीपी माझा वेब टीम Last Updated: 21 Sep 2019 11:12 AM
पार्श्वभूमी
কলকাতা: যাদবপুর কাণ্ড নিয়ে প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক...More
কলকাতা: যাদবপুর কাণ্ড নিয়ে প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন, এমনকী তাঁর ঘরেও যেতে বলেন। এরপরেই বাবুল জানিয়েছেন, মানহানির মামলা করবেন তিনি।এবিভিপি, বিজেপি ও আরএসএসের দুষ্কৃতীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়ে শান্ত পরিবেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্ত করেছে। নাম না করে বাবুল সুপ্রিয়কে আক্রমণ করে দাবি করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, রাজ্যের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুধু মন্ত্রিত্বের তকমা এবং কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে নিজেদের শক্তি প্রদর্শন করেন কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই করেন না। সেলিম আরও দাবি করেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজেকে আক্রান্ত বলে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের গায়ে কালি ছেটানোর চেষ্টা করতেন, বাবুল সুপ্রিয়ও এক্ষেত্রে তাই করেছেন। তিনি টুইট করে বলেন, বাবুল যাদবপুরে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে কটাক্ষ করেন, জানতে চান, তাঁরা বিশ্ববিদ্যালয়ে আসেন কেন। এমনকী এক ছাত্রীকে তাঁর ঘরেও ডাকেন, তাহলে দেখিয়ে দেবেন, তিনি আসলে কে। এর পাল্টা টুইট করে বাবুল সুপ্রিয় লেখেন, পরাজিত সেলিম, যাঁকে তাঁর সংসদীয় এলাকার লোকেরা ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। হয় তাঁকে তাঁর অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে নয়তো খেসারত দিতে হবে। পরাজিত কোনও মানুষের কাছে তাঁর আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন নেই। তাঁর আইনজীবীরা বিষয়টি দেখে নেবেন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
যাদবপুরকাণ্ডে সংঘাতের আবহেই উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন সূত্রে খবর, বেলা দশটা নাগাদ উপাচার্যকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষ।