LIVE UPDATE: যাদবপুর: সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা করবেন, জানালেন বাবুল

সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন, এমনকী তাঁর ঘরেও যেতে বলেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 21 Sep 2019 11:12 AM

पार्श्वभूमी

কলকাতা: যাদবপুর কাণ্ড নিয়ে প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক...More

যাদবপুরকাণ্ডে সংঘাতের আবহেই উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন সূত্রে খবর, বেলা দশটা নাগাদ উপাচার্যকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষ।