Live updates: গ্লাভস বিতর্কে ধোনির পাশে বিসিসিআই, সমর্থন ক্রীড়া মহলের, কটাক্ষ পাক মন্ত্রীর, দেশের ভাবাবেগের কথা মাথায় রাখতে হবে, টুইট কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

উইকেটকিপিং গ্লাভসে ডানাওয়ালা ছুরি প্রতীকচিহ্ন বিতর্কে মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়াল বিসিসিআই। ওই প্রতীকচিহ্ন আঁকা গ্লাভস নিয়েই খেলতে নামবেন ঘোনি। ওই প্রতীক সরানোর প্রয়োজন নেই।

एबीपी माझा वेब टीम Last Updated: 07 Jun 2019 06:19 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: উইকেটকিপিং গ্লাভসে ডানাওয়ালা ছুরি প্রতীকচিহ্ন বিতর্কে মহেন্দ্র সিংহ ধোনির পাশে দাঁড়াল বিসিসিআই। ওই প্রতীকচিহ্ন আঁকা গ্লাভস নিয়েই খেলতে নামবেন ঘোনি। ওই প্রতীক সরানোর প্রয়োজন নেই। জানাল বোর্ডের প্রশাসক কমিটি।...More

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া অবশ্য বলেছেন, ধোনির ওই লোগো সরিয়ে দেওয়া উচিত এবং নিয়ম মেনে চলা উচিত।
বাইচুং বলেছেন, কোনও খেলোয়াড়ের নিয়ম-কানুন মেনে চলা উচিত। এটা যদি এর বিরুদ্ধে হয়, তাহলে তা ধোনির সরিয়ে দেওয়া উচিত।