খুব বেশিদিন জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে না, পরিস্থিতি উন্নতি হলে ফিরবে রাজ্যের মর্যাদা : মোদি

গত মঙ্গলবার সংসদে সংবিধানের ৩৭০ ধারার আওতায় জম্মু ও কাশ্মীরকে প্রদত্ত বিশেষ মর্যাদা রদ সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। রাজ্যকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ-এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত বিলও ওই দিন সংসদে পাস হয়।

एबीपी माझा वेब टीम Last Updated: 08 Aug 2019 09:13 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: আজ রাত ৮ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) এ কথা জানিয়েছে।তাঁর ভাষণে প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ ও রাজ্যকে দুটি কেন্দ্র...More