শ্রীনগর বিমানবন্দরে বাধা গুলাম নবি আজাদকে, ফেরত পাঠানো হচ্ছে তাঁকে, দাবি কংগ্রেসের

৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত বিল ইতিমধ্যেই সংসদে অনুমোদিত হয়েছে। এরইমধ্যে কাশ্মীর সফরে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

एबीपी माझा वेब टीम Last Updated: 08 Aug 2019 02:14 PM
শ্রীনগর বিমানবন্দরে বাধা কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে। দলের নেতারা এই দাবি করেছেন । উপত্যকার পরিস্থিতি পর্যালোচনার জন্য তিনি শ্রীনগর বিমানবন্দরে আসেন। কিন্তু সেখানেই তাঁকে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। আজ বিকেলের ফ্লাইটে তাঁকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন কংগ্রেস নেতারা।

पार्श्वभूमी

নয়াদিল্লি: ৩৭০ ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্তকরণ সংক্রান্ত বিল ইতিমধ্যেই সংসদে অনুমোদিত হয়েছে। এরইমধ্যে কাশ্মীর সফরে গিয়ে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গতকাল বুধবার তাঁকে ফুটপাতে বন্ধ দোকানগুলির সামনে স্থানীয়দের সঙ্গে খাবার খেতেও দেখা যায়। এর ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার এই ভিডিও সম্পর্কে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। তিনি বলেছেন, ‘পয়সা দিলে যে কাউকে পাওয়া যায়’। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সুরে কথা বলছেন আজাদ। তাঁর ওই মন্তব্য আন্তর্জাতিক মঞ্চে ব্যবহার করতে পারে পাকিস্তান। এজন্য আজাদের ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে বিজেপি।


আজাদের মন্তব্যকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিজেপির মুখপাত্র শাহনওয়াজ হুসেন বলেছেন, এ ধরনের মন্তব্য পাকিস্তানিরাই করতে পারে। কংগ্রেসের মতো ভারতের বড় রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের মন্তব্য কাঙ্খিত নয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.