Live: গ্রেফতার পি চিদম্বরম, আজ সিবিআই আদালতে পেশ, রাতেই হল মেডিক্যাল টেস্ট

বাড়ি থেকেই হেফাজতে নেওয়া হয় চিদম্বরমকে।

एबीपी माझा वेब टीम Last Updated: 22 Aug 2019 12:41 AM

पार्श्वभूमी

নয়াদিল্লি: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে হেফাজতে নিল সিবিআই। বাড়ি থেকেই হেফাজতে নেওয়া হয় চিদম্বরমকে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই-এর সদর দফতরে। সিবিআই-এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস সমর্থকরা।...More

সিবিআই হেডকোয়ার্টারে চিদম্বরমের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখলেন চিকিৎসকেরা। তাঁর বিভিন্ন মেডিক্যাল টেস্টও হয়। গ্রেফতারের পর প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন অর্থমন্ত্রীকে সিবিআই হেডকোয়ার্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার সিবিআই আদালতে পেশ করা হবে চিদম্বরমকে।