Live: 'অচলাবস্থা', মুখ্যমন্ত্রীর অনুরোধ উপেক্ষা করেই যাদবপুরে রাজ্যপাল, ‘সংঘাত’, উপাচার্যকে ইস্তফার নির্দেশ

‘যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে আটকের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা প্রতিচ্ছবি’, বিবৃতি দিয়ে জানাল রাজভবন।

Advertisement

एबीपी माझा वेब टीम Last Updated: 19 Sep 2019 10:05 PM

पार्श्वभूमी

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার বাবুল সুপ্রিয়। এবিভিপির নবীনবরণ অনুষ্ঠানে গিয়ে পড়ুয়াদের বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিশ্ববিদ্যালয় থেকে বেরোনোর সময়ও বাবুলকে নিগ্রহ। কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুঠি ধরে চড়, ঘুসি। ছিঁড়ে দেওয়া হল বাবুলের জামা। বাবুলের জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যকে ফোন রাজ্যপালের। মুখ্যসচিবের সঙ্গেও ফোনে কথা। বিশ্ববিদ্যালয়ে আসছেন রাজ্যপাল। ‘যাদবপুরে কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে আটকের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা প্রতিচ্ছবি’, বিবৃতি দিয়ে জানাল রাজভবন।

পাল্টা বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে মারধর ও ভয় দেখানোর অভিযোগ পড়ুয়াদের। দাবি, ক্ষমা চাইতে হবে বাবুলকে।

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.