রক্ষাকবচ উঠতেই নোটিস দিতে রাজীব কুমারের বাড়িতে সিবিআই
রক্ষাকবচ উঠতেই রাজীব কুমারের বাড়িতে সিবিআই
एबीपी माझा वेब टीम
Last Updated:
13 Sep 2019 07:16 PM
শনিবার সকাল ১০ টায় রাজীব কুমারকে হাজিরার নির্দেশ। সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে রাজীব কুমারকে।
রাজীবের বাড়ির সামনে সাদা পোশাকের পুলিশে ছয়লাপ। এই মুহূর্তে ছুটিতে এডিজি সিআইডি রাজীব কুমার, খবর সিবিআই সূত্রে। রাজীব কোথায়, জানে না সিবিআই, তথ্যের খোঁজে গোয়েন্দারা।
রক্ষাকবচ উঠতেই রাজীব কুমারের বাড়িতে সিবিআই। পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা। রাজীবের বাড়িতে সিবিআইয়ের ১ ইন্সপেক্টর-সহ ২ অফিসার।
রাজীব কুমারের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার, মমতা চাইলেও বাঁচাতে পারবেন না, কটাক্ষ দিলীপের।
সারদা মামলায় রাজীব কুমারের রক্ষাকবচ প্রত্যাহার। শুক্রবার রাজীব কুমারের গ্রেফতারির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট।
হাইকোর্ট বলে: তদন্তকারী সংস্থা যদি তার এক্তিয়ারের মধ্যে কাজ করে। তাহলে আদালতের কিছু বলার নেই। মামলাকারী বিশেষ সুযোগসুবিধা চাইতে পারেন না। একজন দায়িত্বশীল অফিসারের উচিত তদন্তে সাহায্য করা। অপরাধ ধর্তব্যের মধ্যে হলে গ্রেফতার করা যেতেই পারে। আইন সবার সুরক্ষার ব্যবস্থা করেছে। নিজের মৌলিক অধিকার খর্ব হচ্ছে বলে যে অভিযোগ এনেছেন। মামলাকারীর সেই অভিযোগও প্রতিষ্ঠিত হচ্ছে না।
पार्श्वभूमी
রক্ষাকবচ উঠতেই রাজীব কুমারের বাড়িতে সিবিআই। পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে সিবিআইয়ের গোয়েন্দারা। রাজীবের বাড়িতে সিবিআইয়ের ১ ইন্সপেক্টর-সহ ২ অফিসার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -