LIVE UPDATES: জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি 'খুব স্পর্শকাতর', স্বাভাবিকতা ফেরাতে সময় দিতে হবে, বলল সুপ্রিম কোর্ট, কেন্দ্রকে এখনই কোনও নির্দেশ দিতে নারাজ

কংগ্রেস কর্মী তেহসিন পুনাওয়ালা মামলাটি করেছেন। বিচারপতি অরুণ মিশ্র, এম আর সাহ ও অজয় রাস্তোগির বেঞ্চে শুনানি চলবে।

एबीपी माझा वेब टीम Last Updated: 13 Aug 2019 03:41 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা খর্ব করা ও নানা ‘দমনপীড়নমূলক’ পদক্ষেপের বিরুদ্ধে আজ শীর্ষ আদালতে শুনানি। কংগ্রেস কর্মী তেহসিন পুনাওয়ালা মামলাটি করেছেন। বিচারপতি অরুণ মিশ্র, এম আর সাহ ও অজয়...More

কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বেঞ্চকে বলেন, ২০১৬-র জুলাইয়ের মাঝামাঝি নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর উপত্যকায় ছড়িয়ে দেওয়া অশান্তি, হিংসাত্মক বিক্ষোভের কথা মাথায় রেখেই বিধিনিষেধ বহাল রাখা হয়েছে। সেবার পরিস্থিতি স্বাভাবিক হতে তিন মাস সময় লেগেছিল। এবার পরিস্থিতি ইতিবাচক থাকলে দিনকয়েক বাদেই বিধিনিষেধ শিথিল করা হবে। সরকার প্রতিদিনই পরিস্থিতি বিচার করছে। ৩৭০ ধারা উঠে যাওয়ার পর রাজ্যে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। বেনুগোপাল বলেন, জম্মু ও কাশ্মীরের আইনশৃঙ্খলা বজায় রাখা আমাদের সুনিশ্চিত করতে হবে।