LIVE: ৮ দিন তল্লাসির পর অরুণাচলপ্রদেশে মিলল এএন-৩২র ধ্বংসাবশেষ

৩ জুন জোরহাট থেকে ওড়ার কিছুক্ষণ পর থেকে আর যোগাযোগ করা যায়নি বিমানটির সঙ্গে। চিন সীমান্তে মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে বিমানটি নামার কথা ছিল। কিন্তু মাঝ আকাশ থেকে কোথায় গেল ১৩ জন যাত্রীসহ বায়ুসেনার বিমান, রহস্য ঘনাচ্ছিল বিষয়টি ঘিরে।

एबीपी माझा वेब टीम Last Updated: 11 Jun 2019 06:02 PM




पार्श्वभूमी

নয়াদিল্লি: ৮ দিন আগে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার বিমান এএন-৩২। ৩ জুন জোরহাট থেকে ওড়ার কিছুক্ষণ পর থেকে আর যোগাযোগ করা যায়নি বিমানটির সঙ্গে। চিন সীমান্তে মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে বিমানটি নামার কথা ছিল। কিন্তু মাঝ আকাশ থেকে কোথায় গেল ১৩ জন যাত্রীসহ বায়ুসেনার বিমান, রহস্য ঘনাচ্ছিল বিষয়টি ঘিরে।
অবশেষে খোঁজ মিলল। অরুণাচলপ্রদেশের পশ্চিম সিয়াং জেলার লিপো অঞ্চল থেকে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেল।
বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকে সেনাবাহিনী, নৌসেনা ও ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ একসঙ্গে খোঁজ চালায়। নাইট টাইম সেন্সরের সাহায্যে রাতভর খোঁজ চালানো হয়। ভৌগলিক প্রতিকূলতা ও খারাপ আবহাওয়া সত্ত্বেও সন্ধান কাজ চালানো হয়েছে বলে খবর বায়ুসেনা সূত্রে।





- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.