Live Updates: ভয়াবহ দুর্ঘটনা, পার্ক স্ট্রিট স্টেশনে মেট্রোর দরজায় আটকে হাত, বাইরে শরীর, ছুটল ট্রেন, মৃত্যু যাত্রীর

মেট্রোয় ফের দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু।মেট্রোর দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যু। দরজায় আটকে হাত, প্ল্যাটফর্মে শরীর!হাত টেনে স্টেশন ছেড়ে দিল ট্রেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 13 Jul 2019 10:53 PM
প্রত্যক্ষদর্শীদের দাবি,মেট্রোয় উঠতে গিয়ে ওই যাত্রীর হাত আটকে যায়। সেই অবস্থাতেই মেট্রোর এসি কোচটি চলতে শুরু করে।খবর যায় মেট্রোর কন্ট্রাল রুমে। বন্ধ করা হয় থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ। এরপরই থামে মেট্রো। ততক্ষণে ওই ব্যক্তিকে প্রায় ৬০ মিটার টেনে-হেঁচড়ে নিয়ে গেছে রেকটি।
প্রত্যক্ষদর্শীদের দাবি,মেট্রোয় উঠতে গিয়ে ওই যাত্রীর হাত আটকে যায়। সেই অবস্থাতেই মেট্রোর এসি কোচটি চলতে শুরু করে।খবর যায় মেট্রোর কন্ট্রাল রুমে। বন্ধ করা হয় থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ। এরপরই থামে মেট্রো। ততক্ষণে ওই ব্যক্তিকে প্রায় ৬০ মিটার টেনে-হেঁচড়ে নিয়ে গেছে রেকটি।
পার্ক স্ট্রিট মেট্রোতে দুর্ঘটনার ঘটনায় মুখ্যমন্ত্রী বিবৃতি দিয়ে জানিয়েছেন, মর্মান্তিক ঘটনা। মেট্রো এখন সব থেকে অবহেলিত। মেট্রোর জন্য আমরা আলাদা জোন তৈরি করেছিলাম। তখন নতুন নতুন রেক আনতাম, খেয়াল রাখতাম। এরা একটা নতুন প্রকল্পও করেনি। মেট্রোর এখন কোনওরকম রক্ষণাবেক্ষণ হয় না। রাজ্যের পক্ষ থেকে নিহতর পরিবারকে সব রকম সাহায্য করা হবে। প্রয়োজনে নিহতর পরিবারের কোনও সদস্যের চাকরির ব্যবস্থা করা হবে।
ঘটনার উচ্চপর্যায়ে তদন্তের নির্দেশ মেট্রোর জিএম-এর।
হাত আটকে রেকে, সেই অবস্থাতেই ছুটল ট্রেন! বলা সত্বেও থামেনি ট্রেন! কেন কাজ করেনি সেন্সর? কোথায় নিরাপত্তা? প্রশ্ন যাত্রীদের। সদুত্তর নেই কর্তৃপক্ষের।
ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।
এই দুর্ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক। মেট্রোর কোনওরকম রক্ষণাবেক্ষণ হয় না। মেট্রো এখন সবচেয়ে অবহেলিত।
মেট্রোয় সুরক্ষা নিয়ে প্রশ্ন যাত্রীদের।
মৃতের নাম সজল কাঞ্জিলাল, বাড়ি কসবা পোস্ট অফিস এলাকায়। এই ঘটনার জেরে মেট্রোর চালক ও গার্ডকে সাসপেন্ড করা হয়েছে।

पार्श्वभूमी

কলকাতা : মেট্রোয় ফের দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনায় যাত্রীর মৃত্যু।মেট্রোর দরজায় হাত আটকে যাত্রীর মৃত্যু। দরজায় আটকে হাত, প্ল্যাটফর্মে শরীর!হাত টেনে স্টেশন ছেড়ে দিল ট্রেন। পার্ক স্ট্রিট-ময়দান স্টেশনের মধ্যে মেট্রোয় এই দুর্ঘটনা ঘটে। প্ল্যাটফর্মে ঘষটাতে ঘষটাতে গিয়ে লাইনে পড়ে মৃত্যু হয় যাত্রীর। কয়েকজন যাত্রী তাঁকে উদ্ধার করেন।

চালকের কেবিন দিয়ে বের করা হল যাত্রীদের। এই ঘটনার জেরে পার্ক স্ট্রিটে ডাউন লাইনে বন্ধ থাকে মেট্রো চলাচল। সন্ধে ৬.৪০ নাগাদ ময়দান স্টেশনের কাছে দুর্ঘটনা। নিউ গড়িয়াগামী মেট্রোয় এই দুর্ঘটনা ঘটে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.