শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরানো হল নয়াদিল্লিতে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের যেতে দেওয়া হল না কেন? তোপ রাহুলের

জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধনের পর উপত্যকার পরিস্থিতি দেখতে বিরোধী নেতারা আজ কাশ্মীর যাচ্ছেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 24 Aug 2019 10:33 PM

पार्श्वभूमी

শ্রীনগর: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধনের পর উপত্যকার পরিস্থিতি দেখতে বিরোধী নেতারা আজ কাশ্মীর যাচ্ছেন। রাহুল গাঁধী সহ ১১ জন বিরোধী নেতা আজ রওনা দিচ্ছেন শ্রীনগরের দিকে। যদিও প্রশাসন ঠিক...More

ডি রাজা বলেছেন, ‘আমাদের একটি সরকারি নির্দেশ দেখিয়ে ফিরে যেতে বলা হয়। আমরা রাজ্যপালের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। তা সত্ত্বেও আমাদের ফিরে যেতে বলা হল। সরকার যে স্বাভাবিক অবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কোথায়?’