শ্রীনগর বিমানবন্দর থেকেই ফেরানো হল নয়াদিল্লিতে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমাদের যেতে দেওয়া হল না কেন? তোপ রাহুলের
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধনের পর উপত্যকার পরিস্থিতি দেখতে বিরোধী নেতারা আজ কাশ্মীর যাচ্ছেন।
एबीपी माझा वेब टीम Last Updated: 24 Aug 2019 10:33 PM
पार्श्वभूमी
শ্রীনগর: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধনের পর উপত্যকার পরিস্থিতি দেখতে বিরোধী নেতারা আজ কাশ্মীর যাচ্ছেন। রাহুল গাঁধী সহ ১১ জন বিরোধী নেতা আজ রওনা দিচ্ছেন শ্রীনগরের দিকে। যদিও প্রশাসন ঠিক...More
শ্রীনগর: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধনের পর উপত্যকার পরিস্থিতি দেখতে বিরোধী নেতারা আজ কাশ্মীর যাচ্ছেন। রাহুল গাঁধী সহ ১১ জন বিরোধী নেতা আজ রওনা দিচ্ছেন শ্রীনগরের দিকে। যদিও প্রশাসন ঠিক করেছে, ওই নেতাদের শ্রীনগর শহরে ঢুকতে দেবে না তারা, বিমানবন্দর থেকেই ফেরত পাঠানো হবে।৩৭০ ধারা সংশোধনের পর জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকরাহুল গাঁধীকে বলেন, তিনি যেন রাজ্যে এসে কাশ্মীরের পরিস্থিতি দেখে যান। যদিও পরে বলেন, উপযুক্ত সময়ে রাহুলকে আমন্ত্রণ করা হবে। কিন্তু কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সিপিআই, আরজেডি, এনসিপি ও ডিএমকে ঠিক করেছে, আজই কাশ্মীর গিয়ে ৩৭০ সংশোধন পরবর্তী পরিস্থিতি পরিদর্শন করবে তারা। রাহুল ছাড়াও শ্রীনগর যাওয়ার কথা গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, দীনেশ ত্রিবেদী, ডিএমকের তিরুচি শিবা ও আরজেডির মনোজ ঝার। আজ দুপুর নাগাদ দিল্লি বিমানবন্দর থেকে তাঁদের রওনা হওয়ার কথা।জানা গিয়েছে, সম্ভব হলে এই বিরোধী নেতারা রাজ্যের অন্যান্য কয়েকটি জায়গাও ঘুরে দেখতে চান। যদিও রাজ্য সরকার গতকাল রাতে বিবৃতি দিয়ে তাঁদের অনুরোধ করেছে, ধীরে ধীরে শান্তি ফিরছে রাজ্যে, এই সময় এসে তাঁরা যেন তাতে বিঘ্ন না ঘটান। রাজ্যের বহু জায়গায় যে কড়াকড়ি চলছে, বিরোধী সফরে তাও বিঘ্নিত হবে বলে আশঙ্কা। সরকারের বক্তব্য, তারা এখন সীমান্তের ওপার থেকে আসা সন্ত্রাস ও জঙ্গিহানার হাত থেকে রাজ্যবাসীকে বাঁচানোর চেষ্টা করছে, চলছে দুষ্টচক্র নিয়ন্ত্রণ, এই সময় রাজ্যের স্থিতাবস্থা বিঘ্নিত করার জন্য বিরোধীদের কোওনরকম চেষ্টা করা করা উচিত নয়।৩৭০ ধারা সংশোধনের পর কাশ্মীরে এখনও কোনও রাজনৈতিক নেতাকে প্রবেশাধিকার দেওয়া হয়নি। তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি এখন গৃহবন্দি। দুবার শ্রীনগর ও জম্মু থেকে ফেরত পাঠানো হয়েছে রাজ্যের কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদকে।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ডি রাজা বলেছেন, ‘আমাদের একটি সরকারি নির্দেশ দেখিয়ে ফিরে যেতে বলা হয়। আমরা রাজ্যপালের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। তা সত্ত্বেও আমাদের ফিরে যেতে বলা হল। সরকার যে স্বাভাবিক অবস্থার প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কোথায়?’