Live Updates: কাশ্মীরে ফোন ফের চালু সপ্তাহান্তে, সামনের সপ্তাহে পরপর খুলছে স্কুলও, জানালেন মুখ্য সচিব, ট্রাম্পকে ফোন ইমরানের, ১১ দিন পর দিল্লি ফিরলেন ডোভাল

যে টেলিফোন, মোবাইল যোগাযোগ বন্ধ থাকা নিয়ে ক্ষোভ রয়েছে, সে ব্যাপারেও অভয় দিয়ে তিনি জানান, ধাপে ধাপে, ধীরে ধীরে টেলিফোন সংযোগ ফেরানো হবে। টেলিফোন, মোবাইল সংযোগের সাহায্যে সন্ত্রাসবাদী হামলার বিপদ, লাগাতার আশঙ্কা মাথায় রেখেই পদক্ষেপ করা হবে জানান তিনি।

एबीपी माझा वेब टीम Last Updated: 16 Aug 2019 08:50 PM

पार्श्वभूमी

শ্রীনগর: জম্মুতে বিধিনিষেধ, যোগাযোগে নিয়ন্ত্রণ উঠেছে আগেই। এবার কাশ্মীরেও স্বাভাবিক পরিস্থিতি শীঘ্রই ফেরানোর আশ্বাস প্রশাসনের। কাশ্মীর উপত্যকায় জম্মু ও কাশ্মীর সরকারের দপ্তরগুলিতে শুক্রবার স্বাভাবিক কাজকর্ম হয়েছে, অনেক অফিসে উপস্থিতির হারও...More

এবার রাজস্থানের যোধপুর ও পাকিস্তানের করাচির মধ্যে সংযোগ রক্ষাকারী সাপ্তাহিক থর লিঙ্ক এক্সপ্রেস স্থগিত রাখার কথা ঘোষণা করল ভারত। জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের চলতি সংঘাতের আবহে এই পদক্ষেপ নয়াদিল্লির। শুক্রবারের ওই ট্রেনের নির্ধারিত যাত্রা এর ফলে হচ্ছে না বলে জানিয়েছেন নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের মুখ্য জনসংযোগ অফিসার অভয় শর্মা।
পাকিস্তান যাওয়ার জন্য ৪৫ জন আজকের নির্ধারিত ট্রেনের টিকিট কেটেছিলেন বলেও জানান তিনি।
তিনি এক বিবৃতিতে বলেছেন, রেল কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত থর এক্সপ্রেস বাতিল থাকছে। আপ ও ডাউন, দুই লাইনেই চলবে না এই ট্রেন।
ভারতের দিকে এই ট্রেন যোধপুরের ভগত কি কোঠি স্টেশন থেকে মুনাবাও পর্যন্ত যায়।
প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ঘোষণায় ভারত, পাকিস্তানের সংঘাতের মধ্যেই গত ৯ আগস্ট ইসলামাবাদে পাক রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ সেদিনের ট্রেনটিই যোধপুরের শেষ ট্রেন। পরে সমঝোতা এক্সপ্রেস, দিল্লি-লাহোর বাস পরিষেবাও বন্ধ করেছে দুই দেশ।