LIVE UPDATE: মেল করে একমাস সময় চাইলেন রাজীব কুমার, খবর সিবিআই সূত্রে

সারদা মামলায় রাজীব কুমারের খোঁজে রাতভর তল্লাশি সিবিআইয়ের। কলকাতা বিমানবন্দরের যাত্রী তালিকায় নজরদারি গোয়েন্দাদের। সন্দেহজনক নাম দেখলেই উড়ান সম্পর্কিত তথ্য সিবিআইকে জানাতে নির্দেশ।

Advertisement

एबीपी माझा वेब टीम Last Updated: 14 Sep 2019 04:37 PM

पार्श्वभूमी

কলকাতা: সারদা মামলায় রাজীব কুমারের খোঁজে রাতভর তল্লাশি সিবিআইয়ের। কলকাতা বিমানবন্দরের যাত্রী তালিকায় নজরদারি গোয়েন্দাদের। সন্দেহজনক নাম দেখলেই উড়ান সম্পর্কিত তথ্য সিবিআইকে জানাতে নির্দেশ। সারদাকাণ্ডে গতকাল রাজীব কুমারের আইনি রক্ষাকবচ...More

সিবিআইকে মেল করে একমাস সময় চাইলেন রাজীব কুমার। সিবিআই সূত্রে এমনই খবর। আইনি পরামর্শ নিতে আইনজীবীর বাড়িতে সিবিআইয়ের পাঁচ আধিকারিক। সূত্রের খবর, সিবিআইকে পাঠানো মেলে রাজীব জানিয়েছেন যে, ছুটিতে থাকায় তিনি এখন আসতে পারছেন না।
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.