প্রয়াত অরুণ জেটলি

শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতার জেরে ৯ তারিখ এইমসে ভর্তি হন তিনি। তখন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 24 Aug 2019 04:23 PM
অরুণ জেটলির দেহ এইমস থেকে দিল্লির কৈলাশ কলোনিতে তাঁর বাসভবনে নিয়ে আসা হল। রাত ১০ টা পর্যন্ত এখানে তাঁকে শেষশ্রদ্ধা জানানো যাবে। আগামীকাল রবিবার সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত বিজেপির সদর দফতরে শায়িত থাকবে প্রয়াত নেতার দেহ। জানা গেছে, কাল দুপুর দেড়টায় শুরু হবে তাঁর শেষযাত্রা। বিজেপি দফতর থেকে তাঁর দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।

पार्श्वभूमी

নয়াদিল্লি: মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতার জেরে ৯ তারিখ এইমসে ভর্তি হন তিনি। তখন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

কিছুদিন ধরে জেটলির শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল থেকে তাঁর ব্যাপারে মেডিক্যাল বুলেটিন প্রকাশ বন্ধ করে দেয় এইমস। আজ সকাল থেকে আরও জটিল হয় পরিস্থিতি। শেষমেষ বেলা ১২টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রথম নরেন্দ্র মোদী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুখ।

গতকাল রাতে তাঁকে হাসপাতালে দেখে যান উমা ভারতী। এর আগে ঘুরে যান লালকৃষ্ণ আডবাণী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াল, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী, মানেকা গাঁধী প্রমুখ।

(আসছে বিস্তারিত খবর)

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.