LIVE UPDATE: যাদবপুরের উপাচার্যকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, অভিযুক্ত ছাত্রের হয়ে ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা মায়ের, কোনও ক্ষতি হবে না, আশ্বাস বাবুলের

সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন, এমনকী তাঁর ঘরেও যেতে বলেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 21 Sep 2019 07:27 PM
যাদবপুরকাণ্ডে ক্ষমা প্রার্থনা করে অভিযুক্ত পড়ুয়ার মায়ের ভিডিও আবেদন। আবেদনের প্রেক্ষিতে পড়ুয়ার মাকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয়র টুইট। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের। ওর ভুল থেকে ও শিক্ষা নিক, এটাই চাই। আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও এফআইআর তো করিইনি - কারোকে করতেও দিইনি - আপনি দুশ্চিন্তা করবেন না - তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা। আমার প্রণাম নেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের অভিযোগ ওঠে দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। ওই পড়ুয়ার মায়ের একটি ভিডিও আবেদন সামনে এসেছে। সেখানে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মা। তার প্রেক্ষিতেই বাবুল সুপ্রিয়র টুইট।
যাদবপুরকাণ্ডে ক্ষমা প্রার্থনা করে অভিযুক্ত পড়ুয়ার মায়ের ভিডিও আবেদন। আবেদনের প্রেক্ষিতে পড়ুয়ার মাকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয়র টুইট। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের। ওর ভুল থেকে ও শিক্ষা নিক, এটাই চাই। আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও এফআইআর তো করিইনি - কারোকে করতেও দিইনি - আপনি দুশ্চিন্তা করবেন না - তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা। আমার প্রণাম নেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের অভিযোগ ওঠে দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। ওই পড়ুয়ার মায়ের একটি ভিডিও আবেদন সামনে এসেছে। সেখানে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মা। তার প্রেক্ষিতেই বাবুল সুপ্রিয়র টুইট।
যাদবপুরকাণ্ডে ক্ষমা প্রার্থনা করে অভিযুক্ত পড়ুয়ার মায়ের ভিডিও আবেদন। আবেদনের প্রেক্ষিতে পড়ুয়ার মাকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয়র টুইট। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের। ওর ভুল থেকে ও শিক্ষা নিক, এটাই চাই। আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও এফআইআর তো করিইনি - কারোকে করতেও দিইনি - আপনি দুশ্চিন্তা করবেন না - তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা। আমার প্রণাম নেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের অভিযোগ ওঠে দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। ওই পড়ুয়ার মায়ের একটি ভিডিও আবেদন সামনে এসেছে। সেখানে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মা। তার প্রেক্ষিতেই বাবুল সুপ্রিয়র টুইট।
যাদবপুরকাণ্ডে ক্ষমা প্রার্থনা করে অভিযুক্ত পড়ুয়ার মায়ের ভিডিও আবেদন। আবেদনের প্রেক্ষিতে পড়ুয়ার মাকে উদ্দেশ্য করে বাবুল সুপ্রিয়র টুইট। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, চিন্তা করবেন না মাসিমা - আমি কোনও ক্ষতি করব না আপনার ছেলের। ওর ভুল থেকে ও শিক্ষা নিক, এটাই চাই। আমি নিজে কারোর বিরুদ্ধে কোনও এফআইআর তো করিইনি - কারোকে করতেও দিইনি - আপনি দুশ্চিন্তা করবেন না - তাড়াতাড়ি সেরে উঠুন মাসিমা। আমার প্রণাম নেবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহের অভিযোগ ওঠে দেবাঞ্জন বল্লভের বিরুদ্ধে। ওই পড়ুয়ার মায়ের একটি ভিডিও আবেদন সামনে এসেছে। সেখানে ছেলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন মা। তার প্রেক্ষিতেই বাবুল সুপ্রিয়র টুইট।
হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ নিয়ে রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে,
আমরি হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ও সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খোঁজ নেন রাজ্যপাল। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। সৌভাগ্যক্রমে তাঁদের কারওর আঘাত লাগেনি। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফেরাতে আচার্যের সহযোগিতা প্রয়োজন। আচার্য জানিয়েছেন, অভিভাবক হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। উপাচার্য আশ্বাস দিয়েছেন তিনি অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে আচার্যের আলোচনার ব্যবস্থা করবেন। উপাচার্যের এই ভূমিকা প্রশংসনীয়। এই আলোচনা সম্পর্কে আশাবাদী রাজ্যপাল।
হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ নিয়ে রাজভবনের বিবৃতিতে বলা হয়েছে,
আমরি হাসপাতালে চিকিৎসাধীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ও সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খোঁজ নেন রাজ্যপাল। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। সৌভাগ্যক্রমে তাঁদের কারওর আঘাত লাগেনি। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফেরাতে আচার্যের সহযোগিতা প্রয়োজন। আচার্য জানিয়েছেন, অভিভাবক হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে পড়ুয়া, অধ্যাপক-অধ্যাপিকা ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। উপাচার্য আশ্বাস দিয়েছেন তিনি অধ্যাপক-অধ্যাপিকাদের সঙ্গে আচার্যের আলোচনার ব্যবস্থা করবেন। উপাচার্যের এই ভূমিকা প্রশংসনীয়। এই আলোচনা সম্পর্কে আশাবাদী রাজ্যপাল।
রাজ্যপালের পর যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিতর্কে উপাচার্যের পাশেই শাসক দল।
রাজ্যপালের পর যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিতর্কে উপাচার্যের পাশেই শাসক দল।
রাজ্যপালের পর যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিতর্কে উপাচার্যের পাশেই শাসক দল।
রাজ্যপালের পর যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিতর্কে উপাচার্যের পাশেই শাসক দল।
রাজ্যপালের পর যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিতর্কে উপাচার্যের পাশেই শাসক দল।
যাদবপুর কাণ্ডে সংঘাতের আবহেই আজ উপাচার্য সুরঞ্জন দাসকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন সূত্রে খবর, বেলা ১০টা নাগাদ উপাচার্যকে দেখতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের আচার্য রাজ্যপাল। বৃহস্পতিবার রাত থেকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সহ উপাচার্য প্রদীপকুমার ঘোষ।

पार्श्वभूमी

কলকাতা: যাদবপুর কাণ্ড নিয়ে প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন, এমনকী তাঁর ঘরেও যেতে বলেন। এরপরেই বাবুল জানিয়েছেন, মানহানির মামলা করবেন তিনি।

এবিভিপি, বিজেপি ও আরএসএসের দুষ্কৃতীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়ে শান্ত পরিবেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্ত করেছে। নাম না করে বাবুল সুপ্রিয়কে আক্রমণ করে দাবি করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, রাজ্যের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুধু মন্ত্রিত্বের তকমা এবং কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে নিজেদের শক্তি প্রদর্শন করেন কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই করেন না। সেলিম আরও দাবি করেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজেকে আক্রান্ত বলে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের গায়ে কালি ছেটানোর চেষ্টা করতেন, বাবুল সুপ্রিয়ও এক্ষেত্রে তাই করেছেন। তিনি টুইট করে বলেন, বাবুল যাদবপুরে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে কটাক্ষ করেন, জানতে চান, তাঁরা বিশ্ববিদ্যালয়ে আসেন কেন। এমনকী এক ছাত্রীকে তাঁর ঘরেও ডাকেন, তাহলে দেখিয়ে দেবেন, তিনি আসলে কে।





এর পাল্টা টুইট করে বাবুল সুপ্রিয় লেখেন, পরাজিত সেলিম, যাঁকে তাঁর সংসদীয় এলাকার লোকেরা ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। হয় তাঁকে তাঁর অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে নয়তো খেসারত দিতে হবে। পরাজিত কোনও মানুষের কাছে তাঁর আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন নেই। তাঁর আইনজীবীরা বিষয়টি দেখে নেবেন।



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.