- मुख्यपृष्ठ
-
Election
-
औरंगाबाद
LIVE UPDATE: ঝোড়ো সেঞ্চুরিতে নায়ক রোহিত, বিশ্বকাপে পাকিস্তান বধের রেকর্ড অক্ষুণ্ণ রাখল ভারত, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কোহলিরা জয়ী ৮৯ রানে
LIVE UPDATE: ঝোড়ো সেঞ্চুরিতে নায়ক রোহিত, বিশ্বকাপে পাকিস্তান বধের রেকর্ড অক্ষুণ্ণ রাখল ভারত, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কোহলিরা জয়ী ৮৯ রানে
বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে অপরাজিত ভারত
एबीपी माझा वेब टीम
Last Updated:
17 Jun 2019 12:07 AM
বিশ্বকাপে পাক-বধের রেকর্ড অটুট রাখল ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীকে বিরাট কোহলিরা হারালেন ৮৯ রানে। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৩৩৬/৫। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক কোহলি (৬৫ বলে ৭৭ রান), কে এল রাহুল ( ৭৮ বলে ৫৭ রান) এবং হার্দিক পাণ্ড্য (১৯ বলে ২৬ রান)। পাকিস্তান বোলারদের মধ্যে একমাত্র সফল মহম্মদ আমির। ১০ ওভারে একটি মেডেন-সহ ৪৭ রান দিয়ে তিন উইকেট পান বাঁহাতি পেসার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। তারপর বাবর আজম ও ফকর জামান প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দুজনকেই ফেরান কুলদীপ যাদব। হার্দিকও এক ওভারে দুই উিকেট তুলে নিয়ে পাক শিবিরকে জোরাল ধাক্কা দেন। বৃষ্টি বারবার ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। শেষে পাকিস্তানের বিরুদ্ধে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। পাকিস্তান আটকে যায় ২১২/৬ স্কোরে। দুটি করে উইকেট কুলদীপ, হার্দিক ও নবাগত বিজয় শঙ্করের। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা।টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। রোহিত বলেছেন, 'দল হিসাবে যেরকম খেললাম, তাতে ভীষণ খুশি। যেভাবে আউট হয়েছিলাম, তাতে খুব অসন্তুষ্ট। দ্বিশতরানের কথা ভাবছিলাম না। তবে ভুল সময়ে আউট হলাম।' ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। তবে ভারতীয় শিবিরকে উদ্বেগে রাখবে ভুবনেশ্বর কুমারের হ্যামস্ট্রিংয়ের চোট। পরের ম্যাচে তিনি খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার।
বিশ্বকাপে পাক-বধের রেকর্ড অটুট রাখল ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীকে বিরাট কোহলিরা হারালেন ৮৯ রানে। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ৩৩৬/৫। রোহিত শর্মা ১১৩ বলে ১৪০ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক কোহলি (৬৫ বলে ৭৭ রান), কে এল রাহুল ( ৭৮ বলে ৫৭ রান) এবং হার্দিক পাণ্ড্য (১৯ বলে ২৬ রান)। পাকিস্তান বোলারদের মধ্যে একমাত্র সফল মহম্মদ আমির। ১০ ওভারে একটি মেডেন-সহ ৪৭ রান দিয়ে তিন উইকেট পান বাঁহাতি পেসার। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ইমাম-উল-হককে হারায় পাকিস্তান। তারপর বাবর আজম ও ফকর জামান প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দুজনকেই ফেরান কুলদীপ যাদব। হার্দিকও এক ওভারে দুই উিকেট তুলে নিয়ে পাক শিবিরকে জোরাল ধাক্কা দেন। বৃষ্টি বারবার ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। শেষে পাকিস্তানের বিরুদ্ধে পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ৩০২ রান। পাকিস্তান আটকে যায় ২১২/৬ স্কোরে। দুটি করে উইকেট কুলদীপ, হার্দিক ও নবাগত বিজয় শঙ্করের। ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন রোহিত শর্মা।টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। রোহিত বলেছেন, 'দল হিসাবে যেরকম খেললাম, তাতে ভীষণ খুশি। যেভাবে আউট হয়েছিলাম, তাতে খুব অসন্তুষ্ট। দ্বিশতরানের কথা ভাবছিলাম না। তবে ভুল সময়ে আউট হলাম।' ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। তবে ভারতীয় শিবিরকে উদ্বেগে রাখবে ভুবনেশ্বর কুমারের হ্যামস্ট্রিংয়ের চোট। পরের ম্যাচে তিনি খেলতে পারেন কি না, সেটাই এখন দেখার।
বারবার বৃষ্টি বাদ সাধছে ভারত-পাকিস্তান ম্যাচে। দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর শুরু হতে চলেছে খেলা। ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তানের সামনে পরিবর্তিত লক্ষ্য ৪০ ওভারে ৩০২ রান। ম্যাচ বন্ধ হওয়ার সময় পাকিস্তানের স্কোর ছিল ৩৫ ওভারে ১৬৬/৬। যার অর্থ, পাকিস্তানকে বাকি ৫ ওভারে ১৩৬ রান করতে হবে!
ভারতের বিরুদ্ধে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পাকিস্তান। রোহিত শর্মা-বিরাট কোহলিদের ৩৩৬/৫ তাড়া করতে নেমে পাকিস্তানের স্কোর ১৬৫/৬। বিজয় শঙ্করের বলে প্লেড অন হয়ে ফিরলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদও। ৩০ বলে মাত্র ১২ রান করে
কুলদীপের পর এবার ওল্ড ট্র্যাফোর্ডে হার্দিক পাণ্ড্যর বল হাতে দাপট। একই ওভারের পরপর দুই বলে বঢোদরার অলরাউন্ডার ফেরালেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ হাফিজ ও শোয়েব মালিককে। ভারতের বিশাল স্কোর তাড়া করতে নেমে কোণঠাসা পাকিস্তান। তাদের স্কোর ১৩০/৫
কুলদীপের পর এবার ওল্ড ট্র্যাফোর্ডে হার্দিক পাণ্ড্যর বল হাতে দাপট। একই ওভারের পরপর দুই বলে বঢোদরার অলরাউন্ডার ফেরালেন পাকিস্তানের দুই অভিজ্ঞ ক্রিকেটার মহম্মদ হাফিজ ও শোয়েব মালিককে। ভারতের বিশাল স্কোর তাড়া করতে নেমে কোণঠাসা পাকিস্তান। তাদের স্কোর ১৩০/৫
ওল্ড ট্র্যাফোর্ডে কুলদীপ যাদবের ম্যাজিক। দ্বিতীয় উইকেটে একশোর বেশি রান যোগ করে ভারতীয় শিবিরে পাল্টা লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েছিলেন বাবর আজম ও ফকর জামান। প্রথমে নিখুঁত চায়নাম্যান স্পিনে বাবরের মিডল স্টাম্প ওড়ালেন কুলদীপ। পরের ওভারে তাঁকে স্লগ সুইপ মারতে গিয়ে যুজবেন্দ্র চাহালের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ফকর। ভারতের ৩৩৬/৫ তাড়া করতে নেমে পাকিস্তানের স্কোর ১২৬/৩
ভারতের ৩৩৬/৫ স্কোর তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল পাকিস্তান। ইনিংসের পঞ্চম ওভারেই আউট হয়েছিলেন ইমাম-উল-হক। তবে পাল্টা লড়াই চালাচ্ছেন ফকর জামান ও বাবর আজম। ২১.৪ ওভারে একশো রানের গণ্ডি পেরল পাকিস্তান। হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেছেন ফকর। ৬৬ বলে ৫৮ রান করে ক্রিজে তিনি। বাবরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৯ বলে ১০০ রান যোগ করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের জয়ের নায়ক ফকর।
ভারতের রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল পাকিস্তান। ইনিংসের পঞ্চম ওভারে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান ভুবনেশ্বর কুমার। ভারতীয় সমর্থকদের উদ্বেগ বাড়িয়ে মাঠ ছাড়েন তিনি। তাঁর পরিবর্তে ওভারের শেষ দুটি বল করতে আসেন বিজয় শঙ্কর। আর প্রথম বলেই কামাল শঙ্করের। তাঁর বলে এলবিডব্লিউ হলেন ইমাম-উল-হক। ব্যক্তিগত ৭ রানের মাথায়। যশপ্রীত বুমরাও চাপে রেখেছেন পাক ব্যাটিংকে। ৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২০/১
ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিরুদ্ধে ভারত তুলল ৫ উইকেটে ৩৩৬ রান। ভারতের সর্বোচ্চ স্কোরার রোহিত শর্মা। ১১৩ বলে ১৪০ রান করলেন রোহিত শর্মা। টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। বিরাট কোহলি করলেন ৬৫ বলে ৭৭ রান। তবে তাঁর আউট হওয়া বিতর্কিতভাবে। মহম্মদ আমিরের বাউন্সারে ব্যাট নামাতে পারেননি বিরাট। বল উইকেটকিপার সরফরাজ আহমেদের গ্লাভসে জমা পড়ে। আমির কট বিহাইন্ডের জোরাল আবেদন করেন। ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন বিরাটও। আম্পায়ার সম্মতিসূচক ঘাড় নাড়েন। পরে রিপ্লেতে অবশ্য দেখা যায়, বল বিরাটের ব্যাটের কিছুটা দূর দিয়ে গিয়েছিল। ডিআরএস প্রযুক্তির অন্যতম অঙ্গ আলট্রাএজেও ব্যাট-বলের কোনও সংযোগ ধরা পড়েনি।
বিরাট আউট হওয়ার পর ভারতের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানেরা সেভাবে বড় শট খেলতে পারেননি। শিখর ধবনের পরিবর্ত হিসাবে প্রথম একাদশে সুযোগ পাওয়া বিজয় শঙ্কর ১৫ বলে মাত্র ১৫ রান করেন। ৮ বলে অপরাজিত ৯ রান কেদার যাদবের।
পাকিস্তানের বোলারদের মধ্যে সেরা আমির। ১০ ওভারে একটি মেডেন-সহ ৪৭ রান দিয়ে তিন উইকেট পান বাঁহাতি পাক পেসার।
ইনিংসের বিরতিতে কে এল রাহুল বললেন, 'প্রথম দশ ওভার সতর্ক হয়ে খেলাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। সেটা পেরেছি বলে আমি খুশি। এই ম্যাচটা নিয়ে এত আলোচনা হচ্ছিল যে, মিথ্যা বলব না, আমিও কিছুটা স্নায়ুর চাপে ভুগছিলাম। বেশ কিছুদিন পরে ইনিংস ওপেন করলাম। প্রায় দুবছর এই সুযোগটার জন্য অপেক্ষা করেছিলাম।' রাহুল আরও বলেন, 'এখানে বৃষ্টি হচ্ছিল। উইকেট ঢাকা ছিল। আমরা ভেবেছিলাম ২৬০-২৭০ রান উঠবে। সেখানে তিনশোর ওপর রান তোলাটা মানসিকভাবে আমাদের ভাল জায়গায় রাখছে।'
ভারতীয় ইনিংসের সাতচল্লিশতম ওভারে বৃষ্টি নামায় খেলা বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। পরে অবশ্য ওভার কাঁটছাট না করে এবং বিরতির সময় কমিয়ে খেলা শুরু হয়। যদিও দুই ইনিংসের বিরতিতে ফের ঝিরঝিরে বৃষ্টি নেমেছে ম্যাঞ্চেস্টারে।
মহম্মদ আমিরের সঙ্গে তাঁর দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিল ক্রিকেটবিশ্ব। শেষ পর্যন্ত রবিবার আমিরের বলেই আউট হলেন বিরাট কোহলি। ৬৫ বলে ৭৭ রান করে। আমিরের অতর্কিত বাউন্সারে ব্যাট নামাতে না পেরে কট বিহাইন্ড হলেন ভারত অধিনায়ক।
বৃষ্টিতে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ। খেলা বন্ধ হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৪৬.৪ ওভারে ৩০৫/৪। ৭১ রানে ক্রিজে বিরাট কোহলি
ওল্ড ট্র্যাফোর্ডে ৫৭ রান সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গেই একটি নজির গড়লেন বিরাট কোহলি। সবচেয়ে কম ইনিংস খেলে ওয়ান ডে ক্রিকেটে ১১ হাজার রানে পৌঁছলেন তিনি। ২২২টি ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছলেন তিনি। সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে। সচিন ২৭৬টি ইনিংস খেলে এগারো হাজার রান সম্পূর্ণ করেছিলেন।
বিধ্বংসী সেঞ্চুরি করে আউট হলেন রোহিত শর্মা। ১১৩ বলে তিনি করলেন ১৪০ রান। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার ও তিনটি ছক্কা। যদিও আউট হওয়ার পর প্রবল বিরক্ত দেখিয়েছে রোহিতকে। পরে রিপ্লেতে দেখা যায়, নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে বিরাট কোহলি তাঁকে ইঙ্গিত করেছিলেন যে, ডিপ ফাইন লেগ ফিল্ডারকে শর্ট ফাইন লেগে তুলে আনা হয়েছে। তার পরেই হাসান আলির বল স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন রোহিত।
হাফসেঞ্চুরি করলেন বিরাট কোহলি। ৫১ বলে ৫০ রান সম্পূর্ণ করলেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে তিনটি বাউন্ডারি। মারমুখী মেজাজে ব্যাট করেছেন হার্দিক পাণ্ড্যও। ১৯ বলে ২৬ রান করে মহম্মদ আমিরের বলে হেলিকপ্টার শট মারতে গিয়ে আউট হন তিনি। ৪৪ ওভারের শেষে ভারতের স্কোর ২৮৬/৩
ওল্ড ট্র্যাফোর্ডে বিধ্বংসী মেজাজে রোহিত শর্মা। ৮৫ বলে সেঞ্চুরি করলেন পাকিস্তানের বিরুদ্ধে। মুম্বইকরের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা। ওয়ান ডে কেরিয়ারের ২৪তম সেঞ্চুরি হল রোহিতের।
ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দিলেন পাক পেসার ওয়াহাব রিয়াজ। ওপেনার কে এল রাহুলকে ফেরালেন তিনি। ৭৮ বলে ৫৭ রান করে কভারে ক্যাচ দিয়ে ফিরলেন রাহুল। তার আগেই পরপর দুবার সতর্কিত হয়েছেন রিয়াজ। ফলো থ্রুতে উইকেটের বিপজ্জনক অংশে ঢুকে পড়ার জন্য তাঁকে দুবার সতর্ক করেছেন আম্পায়ার। আর একবার একই অপরাধ করলে ইনিংসে আর বল করতে পারবেন না রিয়াজ। তবে তার মধ্যেই ভারতীয় শিবিরে আঘাত হানলেন রাহুলকে ফিরিয়ে
রোহিতের পর হাফসেঞ্চুরি করলেন কে এল রাহুলও। ৬৯ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডে বড় স্কোরের দিকে এগচ্ছে ভারত
ওল্ড ট্র্যাফোর্ডে দুরন্ত শুরু ভারতীয় ব্যাটসম্যানদের। ১৭.৩ ওভারে ১০০ রানে পৌঁছে গেল ভারত। ৫২ বলে ৬১ রান করে ছেলছেন রোহিত শর্মা। কে এল রাহুল করেছেন ৫৫ বলে ৩৭। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১০১/০।
ওল্ড ট্র্যাফোর্ডে দুরন্ত শুরু ভারতীয় ব্যাটসম্যানদের। ১৭.৩ ওভারে ১০০ রানে পৌঁছে গেল ভারত। ৫২ বলে ৬১ রান করে ছেলছেন রোহিত শর্মা। কে এল রাহুল করেছেন ৫৫ বলে ৩৭। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ১০১/০।
ওল্ড ট্র্যাফোর্ডে মারমুখী মেজাজে রোহিত শর্মা। পাকিস্তানের বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ভারতীয় ওপেনার। মাত্র ৩৪ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন রোহিত।
পাকিস্তানের বিরুদ্ধে শুরুতে সতর্ক থাকলেও ধীরে ধীরে মেজাজে ফিরছেন ভারতীয় ব্যাটসম্যানেরা। রোহিত শর্মা ও কে এল রাহুল দলের স্কোরকে পঞ্চাশে পৌঁছতে নিলেন ১০ ওভার। দুজনের মধ্যে বেশি মারমুখী রোহিত। ২৯ বলে ৩৭ রান করে ক্রিজে মুম্বইয়ের 'হিটম্যান'।
ভারতীয় দলকে সমর্থন জানাতে ম্যাঞ্চেস্টারে অভিনেতা রণবীর সিংহ। বললেন, 'দারুণ একটা ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি। আবহাওয়াও বেশ ভাল। মাঠের পরিবেশ দুর্দান্ত।'
ভারতীয় দলকে সমর্থন জানাতে ম্যাঞ্চেস্টারে অভিনেতা রণবীর সিংহ। বললেন, 'দারুণ একটা ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছি। আবহাওয়াও বেশ ভাল। মাঠের পরিবেশ দুর্দান্ত।'
শুরুতেই ছন্দে পাকিস্তানের পেসার মহম্মদ আমির। প্রথম ওভারেই মেডেন পেলেন। সতর্ক ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও কে এল রাহুল। তিন ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১ রান।
पार्श्वभूमी
Tags:
Sarfaraz Ahmed
icc cricket world cup
Virat Kohli
India
PAKISTAN