Live Updates: সুপ্রিম কোর্টের নির্দেশ, মু্ম্বই থেকে বেঙ্গালুরুতে কর্নাটকের ১০ বিদ্রোহী কং-জেডি (এস) বিধায়ক, ‘সঠিক ফর্ম্যাটে’ ইস্তফা দিয়েছেন তাঁরা, স্বেচ্ছায় কিনা, খতিয়ে দেখতে হবে, বললেন কর্নাটক বিধানসভার স্পিকার

স্পিকার সাংবাদিকদের বলেন, বিধায়করা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যই গোটা বিষয়টি খারাপ মাত্রা পেয়েছে। আমি কখনই ওদের (ইস্তফা দেওয়া বিদ্রোহী বিধায়ক) আসতে বাধা দিইনি। জানি না, আমার সঙ্গে দেখা করার জন্য সুপ্রিম কোর্টে কী জন্য গেলেন ওরা! এর দরকার ছিল না। আমায় বললেই হত যাতে আমি দেখা করি। স্বেচ্ছায় ওঁরা আসতে পারতেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 11 Jul 2019 09:16 PM

पार्श्वभूमी

বেঙ্গালুরু: কর্নাটকের ১০ বিদ্রোহী বিধায়ক বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি বিশেষ বিমানে বেঙ্গালুরু এলেন। বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্ট কংগ্রেস ও শরিক জেডি(এস) মিলিয়ে ১৬ শাসক শিবিরের বিধায়ককে আজই সন্ধ্যায় ৬টায় বেঙ্গালুরু গিয়ে...More