LIVE UPDATES: ভয়াবহ বন্যায় উত্তরভারতে মৃত ৩৫, বিপদসীমার ওপরে বইছে গঙ্গা-যমুনা, নিরাপদ আশ্রয়ে যাওয়ার আবেদন কেজরিবালের

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। উত্তরভারতে ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই ৩৫ জনের প্রাণ যাওয়ার খবর পাওয়া গিয়েছে।

एबीपी माझा वेब टीम Last Updated: 19 Aug 2019 08:05 PM

पार्श्वभूमी

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। উত্তরভারতে ভয়াবহ বন্যায় ইতিমধ্যেই ৩৫ জনের প্রাণ যাওয়ার খবর পাওয়া গিয়েছে। বন্যায় সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডে মৃত্যু হয়েছে ১০ জনের। হিমাচল প্রদেশে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৫ জনের। মত্যুমিছিল আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। বন্যা পরিস্থিতিতে ইতিমধ্যেই ৫৭৪ কোটি টাকার ওপরে ক্ষতির আশঙ্কা করছে হিমাচলের সরকার। বন্যাকবলিত শহর, গ্রাম ও জেলাগুলোতে পুরোপুরিভাবে ব্যাহত হচ্ছে জলপরিষেবা। বন্যায় নষ্ট হয়ে গিয়েছে চাষের জমিও।


 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.