Live updates: পুঞ্চে পাক সেনার গুলিতে হত ভারতীয় জওয়ান, জখম ৪, ব্যারিকেড উঠল শ্রীনগরের লালচকে, জম্মু বিমানবন্দরেও বাধা গুলাম নবিকে, ফেরত দিল্লিতে

গত সপ্তাহেও পাক সেনাবাহিনী কাছের রাজৌরির নৌশেরা সেক্টরে গোলাগুলি চালায় যার বলি হন এক ভারতীয় সেনা জওয়ান। তবে পাল্টা ভারতীয় সেনার জবাবে পাকিস্তানেরও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনার মুখপাত্র।

एबीपी माझा वेब टीम Last Updated: 20 Aug 2019 06:26 PM

पार्श्वभूमी

জম্মু: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনার সামনের দিকের চৌকি ও গ্রামগুলি নিশানা করে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন চারজন। মঙ্গলবার সকাল ১১টা...More