LIVE UPDATE: সম্মতি সুপ্রিম কোর্টের, কাশ্মীরে পুলিশের ঘেরাটোপে অসুস্থ পার্টিনেতার কাছে তিন ঘন্টা ইয়েচুরি

জম্মু কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়া সংবিধানের ৩৭০ ধারার কিছু অংশ প্রত্যাহার করার পর থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কায় তারিগামি গৃহবন্দি। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ইয়েচুরি কাশ্মীর গিয়ে তাঁর সহকর্মীর সঙ্গে দেখা করতে পারেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 29 Aug 2019 07:41 PM
সুপ্রিম কোর্টের রায়ের জোরে জম্মু ও কাশ্মীরে ঢুকলেন সীতারাম ইয়েচুরি। আজ বিকালে শ্রীনগর পৌঁছন তিনি। ৫ আগস্ট থেকে গৃহবন্দি রাজ্যের সিপিএম নেতা অসু্স্থ মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করেন পার্টির সাধারণ সম্পাদক। শ্রীনগরের সিভিল লাইন্স এলাকায় তারিগামির গুপকার রোডের বাসভবনে তাঁকে এসকর্ট করে নিয়ে যায় পুলিশ। তারিগামির কাছে তিনি প্রায় তিন ঘন্টা ছিলেন বলে জানিয়েছেন সরকারি অফিসাররা।
গত ৯ আগস্টও ইয়েচুরি শ্রীনগর গিয়েছিলেন, কিন্তু তাঁকে বিমানবন্দর থেকেই ফেরত্ পাঠিয়ে দেয় রাজ্য প্রশাসন। কেন্দ্র ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের চারদিন বাদে তিনি রাজ্যে ঢুকতে গিয়ে বাধা পান। বুধবার সুপ্রিম কোর্ট ইয়েচুরির সফরে রাজ্যের পরিস্থিতির অবনতি পারে বলে কেন্দ্রের আশঙ্কা উড়িয়ে তাঁর সফর অনুমোদন করে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বলে, দেশের এক নাগরিক সেখানে গিয়ে তাঁর বন্ধু ও দলীয় সহকর্মীর সঙ্গে দেখা করতে চাইলে আপনাদের সমস্যা কোথায়?
শীর্ষ আদালত অবশ্য স্পষ্ট করে দেয়, ইয়েচুরিকে শুধুমাত্র তারিগামিকে দেখতেই জম্মু ও কাশ্মীর যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। তিনি অন্য কোনও কার্যকলাপে জড়ালে তা আদালতের নির্দেশ লঙ্ঘন বলে ধরা হবে বলেও জানায় বেঞ্চ।
তারিগামিকে ভাল চিকিত্সার জন্য দিল্লির এইমসে নিয়ে আসার জন্য আদালতের নির্দেশ চেয়ে পেশ হওয়া একটি অন্তর্বর্তী পিটিশনের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।
সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুসারে ইয়েচুরিকে জম্মু ও কাশ্মীর সফরে কী হল, সে ব্যাপারে একটি হলফনামা পেশ করতে হবে।
ইতিমধ্যেই কাশ্মীর রওনা দিয়েছেন তিনি।

पार्श्वभूमी

নয়াদিল্লি: শীর্ষ আদালতের সবুজ সংকেত পাওয়ার পর জম্মু কাশ্মীরের বিমানে চড়লেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলীয় কর্মী ও প্রাক্তন বিধায়ক মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করবেন তিনি। ইয়েচুরি জানিয়েছেন, তাঁর পক্ষে যা করার এই সফরে তিনি করবেন।

জম্মু কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়া সংবিধানের ৩৭০ ধারার কিছু অংশ প্রত্যাহার করার পর থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কায় তারিগামি গৃহবন্দি। কিন্তু বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ইয়েচুরি কাশ্মীর গিয়ে তাঁর সহকর্মীর সঙ্গে দেখা করতে পারেন। তবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, তিনি শুধু তারিগামির সঙ্গেই দেখা করতে পারবেন, কোনও রাজনৈতিক উদ্দেশে এই সফরকে ব্যবহার করা যাবে না।

ইয়েচুরি জানিয়েছেন, শীর্ষ আদালত তাঁকে বলেছে, তারিগামির শারীরিক অবস্থা নিয়ে আদালতে রিপোর্ট করতে, তারপর আরও এগোবে মামলা। অতএব এই মামলা শেষ হয়নি, এটা অন্তর্বর্তী নির্দেশ। কাশ্মীর গিয়ে তাঁর পক্ষে যা সম্ভব তা করার চেষ্টা করবেন তিনি।

ফিরে আসার পর সুপ্রিম কোর্টে একটি এফিডেভিট দাখিল করবেন বলেও তিনি জানিয়েছেন।

এর আগে ইয়েচুরি এ মাসে দুবার কাশ্মীর প্রবেশের চেষ্টা করেন, একবার সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে, অন্যবার বিরোধী দলগুলির প্রতিনিধিদের সঙ্গে। দুবারই তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.