LIVE: এজবাস্টনে ভারতের হার, ৩১ রানে জিতে সেমিতে যাওয়ার রাস্তা খোলা রাখল ইংল্যান্ড

ইংল্যান্ড ৩৩৭/৭ ভারত ৩০৬/৫

एबीपी माझा वेब टीम Last Updated: 30 Jun 2019 11:11 PM

पार्श्वभूमी

অপরাজিত তকমাটা আর থাকল না। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ হারল ভারত। এজবাস্টনে ভারতকে ৩১ রানে হারাল ইংল্যান্ড। আর এই জয়ের সুবাদেই ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখল ব্রিটিশ দল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রিটিশ ওপেনার জনি বেয়ারস্টো।