LIVE UPDATE: ৩৭০ ধারা রদ, রাজ্যসভায় ভোটাভুটিতে পাশ জম্মু ও কাশ্মীর দুভাগে বিভাজনের প্রস্তাব, ওয়াকআউট তৃণমূলের

গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ, তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতি আজ বাড়ি থেকে বার হতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

एबीपी माझा वेब टीम Last Updated: 05 Aug 2019 07:02 PM

पार्श्वभूमी

শ্রীনগর: কী হয় কী হয় ভাব নিয়ে প্রহর গুণছে কাশ্মীর।গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে, মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ, তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা...More