Live updates: ‘আয়ারাম গয়ারামের নতুন শব্দ মোদি’, বিধায়কদের কিনে নিয়ে কর্ণাটক সরকার ফেলে দেওয়ার চেষ্টায় বিজেপি, দাবি কংগ্রেসের

এদিকে এমন পরিস্থিতিতে কংগ্রেস বিধায়ক, কর্পোরেটরদের নিয়ে এদিন পরের দিকে জরুরি বৈঠক ডেকেছেন উপমুখ্যমন্ত্রী জি পরমেশ্বর ও রাজ্যের মন্ত্রী ডি কে শিবকুমার। এএনআই শিবকুমারকে উদ্ধৃত করে বলেছে, কেউ পদত্যাগ করছেন না। আমি ওঁদের সঙ্গে কথা বলতে এসেছি।

एबीपी माझा वेब टीम Last Updated: 06 Jul 2019 09:02 PM

पार्श्वभूमी

বেঙ্গালুরু: বড়সড় রাজনৈতিক চমকের অপেক্ষায় রয়েছে কর্নাটক। বিপদে পড়তে পারে এইচ ডি কুমারস্বামীর জোট সরকার। ৮ কংগ্রেস ও তিন জেডি (এস) বিধায়কের পদত্যাগের সম্ভাবনা ঘিরে উত্তেজনার পারদ চড়ছে দক্ষিণের এই...More

কর্ণাটকে বিধায়কদের কিনে নিয়ে জোট সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। এমনই দাবি করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা। তিনি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, ‘এখন আয়ারাম গয়ারামের নতুন শব্দ হল মোদি।’