রোহিতের পর শতরান রাহুলেরও, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের

ভারতীয় দলে দুটি পরিবর্তন করা হয়েছে। যজুবেন্দ্র চাহালকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে কুলদীপ যাদবকে। মহম্মদ শামির জায়গায় খেলানো হচ্ছে রবীন্দ্র জাডেজাকে।

एबीपी माझा वेब टीम Last Updated: 06 Jul 2019 10:34 PM

पार्श्वभूमी

লিডস: বিশ্বকাপে গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারতের বিরুদ্ধে টসে জিতে  ব্যাটিং নিল  শ্রীলঙ্কা।ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এই ম্যাচ জিতলে  গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার সুযোগ থাকছে ভারতের সামনে।...More

দক্ষিণ আফ্রিকা যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় তাহলে ভারতই লিগ টেবলের শীর্ষে থাকবে। সেক্ষেত্রে সেমিফাইনালে বিরাট কোহলির দলের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড।