Live updates: আইএনএক্স মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের, চিদম্বরমের বাসভবনে সিবিআই, ইডি

শুনানির সময় সিবিআই, ইডি চিদম্বরমের আগাম জামিনের আবেদনের বিরোধিতা করে বলে, জিজ্ঞাসাবাদের সময় তিনি অনেক কিছু এড়িয়ে গিয়েছেন বলে তাঁকে হেপাজতে রেখে জেরা করা প্রয়োজন।

एबीपी माझा वेब टीम Last Updated: 20 Aug 2019 07:55 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারি সংক্রান্ত দুর্নীতি ও বেআইনি আর্থিক লেনদেনের মামলায় পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি সুনীল গৌর প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতার...More

সন্ধ্যায় চিদম্বরমের বাসভবনে যায় সিবিআইয়ের একটি দল। যদিও তারা ফিরে যায় তিনি সে সময় বাসভবনে না থাকায়। পরে ইডি-র একটি টিমও সেখানে যায়। আগাম জামিনের আবেদন দিল্লি হাইকোর্টে নাকচ হওয়ায় তাঁর গ্রেফতারির সম্ভাবনা দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটেই দুটি তদন্ত সংস্থার লোকজন চিদম্বরমের বাসভবনে যায়। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, চিদম্বরম হাইকোর্টের রায় বেরনোর পর থেকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে চাননি।