LIVE UPDATE: প্রয়াত অরুণ জেটলি, রাজনৈতিক মহলে শোকের ছায়া

শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতার জেরে ৯ তারিখ এইমসে ভর্তি হন তিনি। তখন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 24 Aug 2019 09:43 PM
জেটলিকে শ্রদ্ধা নিবেদন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। বিজেপির শীর্ষ নেতা রাজনাথ লখনউতে ছিলেন। জেটলির প্রয়াণের খবর পাওয়ার পর দিল্লিতে ফিরে আসেন তিনি।

প্রয়াত অরুণ জেটলিকে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। তিনি তাঁর প্রতি জেটলির অভিভাবকসুলভ ব্যবহারের ঘটনার কথা জানিয়ে ট্যুইটে শ্রদ্ধা নিবেদন করেছেন।
দেওরা বলেছেন, ‘যখন আমি জাহাজমন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলাম তখন ওই মন্ত্রকের বিষয় নিয়ে রাজ্যসভায় আলোচনা হয়েছিল। প্রাক্তন জাহাজ মন্ত্রী ও বিরোধী নেতা হিসেবে অরুণ জেটলি বলেছিলেন যে, তিনি আমাকে প্রশ্নবাণে বিদ্ধ করবেন। এতে আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। কিন্তু বিতর্কের পর তিনি বলেছিলেন, মিলিন্দ, ওয়েল ডান। তিনি এভাবেই আমার মতো তরুণ সাংসদদের মনোবল বাড়াতেন।‘

বাসভবনে গিয়ে জেটলির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী, রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।
অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। ট্যুইট করে রাহুল বলেছেন, অরুণ জেটলির মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবার ও পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
অরুণ জেটলির বাসভবনে গিয়ে শ্রদ্ধা অমিত শাহের
জেটলির প্রয়াণে শোকবার্তা বিসিসিআই-এর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ট্যুইট- অরুণ জেটলির প্রয়াণে শোকাহত। প্রয়াত জেটলির পরিবারকে সমবেদনা।
প্রয়াত অরুণ জেটলির বাসভবনে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি অমিত শাহ।
অরুণ জেটলির দেহ এইমস থেকে দিল্লির কৈলাশ কলোনিতে তাঁর বাসভবনে নিয়ে আসা হল। রাত ১০ টা পর্যন্ত এখানে তাঁকে শেষশ্রদ্ধা জানানো যাবে। আগামীকাল রবিবার সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত বিজেপির সদর দফতরে শায়িত থাকবে প্রয়াত নেতার দেহ। জানা গেছে, কাল দুপুর দেড়টায় শুরু হবে তাঁর শেষযাত্রা। বিজেপি দফতর থেকে তাঁর দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।
অরুণ জেটলির দেহ এইমস থেকে দিল্লির কৈলাশ কলোনিতে তাঁর বাসভবনে নিয়ে আসা হল। রাত ১০ টা পর্যন্ত এখানে তাঁকে শেষশ্রদ্ধা জানানো যাবে। আগামীকাল রবিবার সকাল ১১ থেকে ১ টা পর্যন্ত বিজেপির সদর দফতরে শায়িত থাকবে প্রয়াত নেতার দেহ। জানা গেছে, কাল দুপুর দেড়টায় শুরু হবে তাঁর শেষযাত্রা। বিজেপি দফতর থেকে তাঁর দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।
দেশ একজন বিশিষ্ট বরিষ্ঠ আইনজীবীকে হারাল। অরুণ জেটলির মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীর শোকাহত। দেশের আইনবিভাগের হয়ে আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সংবাদসংস্থা পিটিআই-কে বললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
দেশ একজন বিশিষ্ট বরিষ্ঠ আইনজীবীকে হারাল। অরুণ জেটলির মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীর শোকাহত। দেশের আইনবিভাগের হয়ে আমি তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। সংবাদসংস্থা পিটিআই-কে বললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন সনিয়া গাঁধী।
জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন সনিয়া গাঁধী।
কাল বেলা ১১টায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে দিল্লির বিজেপি সদর দফতরে। দুপুর ২টো পর্যন্ত সেখানে থাকবে দেহ, শ্রদ্ধা জানাতে পারবেন নেতা, কর্মী, দর্শনার্থীরা। তারপর হবে শেষ যাত্রা।
কাল বেলা ১১টায় তাঁর দেহ নিয়ে যাওয়া হবে দিল্লির বিজেপি সদর দফতরে। দুপুর ২টো পর্যন্ত সেখানে থাকবে দেহ, শ্রদ্ধা জানাতে পারবেন নেতা, কর্মী, দর্শনার্থীরা। তারপর হবে শেষ যাত্রা।
অসামান্য আইনজীবী, অভিজ্ঞ সাংসদ ও বিশিষ্ট মন্ত্রী ছিলেন। দেশগঠনে তাঁর ভূমিকা অনস্বীকার্য। জেটলির প্রয়াণে শোকজ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তাঁর মৃত্যুতে বন্ধুকে হারালাম, বলেছেন প্রধানমন্ত্রী।
অরুণ জেটলির প্রয়াণে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর স্ত্রী-পুত্রকে ফোন করে শোক জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, বিজেপি ও জেটলির মধ্যে বন্ধন বরাবর অটুট ছিল। ছাত্র নেতা হিসেবে জরুরি অবস্থার বিরোধিতা করে তাঁর রাজনৈতিক দুনিয়ায় উত্থান।
এ মাসের শুরুতে, ৬ তারিখ প্রয়াত হন প্রথম মোদী মন্ত্রিসভার আর এক গুরুত্বপূর্ণ মুখ সুষমা স্বরাজ।
এ বছর মে মাসে তাঁকে এইমসে ভর্তি করা হয়। তবে গত বছর ১৪ মে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর। সে সময় তাঁর জায়গায় অর্থমন্ত্রক সামলান রেলমন্ত্রী পীযূষ গয়াল। ২০১৪-র সেপ্টেম্বরে বেরিয়াট্রিক সার্জারি করিয়ে তাঁর ওজন কমানো হয়। দীর্ঘদিন ডায়াবিটিসে ভোগার জেরে জেটলির ওজন বেড়ে গিয়েছিল।
গত বছর এপ্রিলের শুরু থেকে নর্থ ব্লকের অফিস যাওয়া বন্ধ করে দেন জেটলি। তবে ২০১৮-র ২৩ অগাস্ট আবার ফিরে আসেন অর্থ মন্ত্রকে।
পেশায় অত্যন্ত সফল আইনজীবী জেটলি ছিলেন প্রথম মোদী মন্ত্রিসভার সবথেকে বড় মুশকিল আসান। অর্থ মন্ত্রকের পাশাপাশি কিছুদিন প্রতিরক্ষাও সামলান তিনি।
এইমস আগে জানায়, জেটলি জীবনদায়ী ব্যবস্থায় রয়েছেন।

অসুস্থতার কারণে এই লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি জেটলি।
প্রয়াত অরুণ জেটলি, হায়দরাবাদ সফর কাটছাঁট করে রাজধানী ফিরছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

पार्श्वभूमी

নয়াদিল্লি: মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতার জেরে ৯ তারিখ এইমসে ভর্তি হন তিনি। তখন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

কিছুদিন ধরে জেটলির শারীরিক অবস্থার অবনতি হয়। গতকাল থেকে তাঁর ব্যাপারে মেডিক্যাল বুলেটিন প্রকাশ বন্ধ করে দেয় এইমস। আজ সকাল থেকে আরও জটিল হয় পরিস্থিতি। শেষমেষ বেলা ১২টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রথম নরেন্দ্র মোদী সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুখ।

গতকাল রাতে তাঁকে হাসপাতালে দেখে যান উমা ভারতী। এর আগে ঘুরে যান লালকৃষ্ণ আডবাণী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াল, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী, মানেকা গাঁধী প্রমুখ।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.