LIVE UPDATE: প্রয়াত অরুণ জেটলি, রাজনৈতিক মহলে শোকের ছায়া

শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতার জেরে ৯ তারিখ এইমসে ভর্তি হন তিনি। তখন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।

एबीपी माझा वेब टीम Last Updated: 24 Aug 2019 09:43 PM

पार्श्वभूमी

নয়াদিল্লি: মারা গেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। শ্বাসকষ্ট ও শারীরিক অস্থিরতার জেরে ৯ তারিখ এইমসে ভর্তি হন তিনি। তখন থেকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ছিলেন।কিছুদিন...More

জেটলিকে শ্রদ্ধা নিবেদন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর। বিজেপির শীর্ষ নেতা রাজনাথ লখনউতে ছিলেন। জেটলির প্রয়াণের খবর পাওয়ার পর দিল্লিতে ফিরে আসেন তিনি।